শিরোনাম
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কার্স্টেন সাদা বলে গিলেস্পি লাল বলে পাকিস্তানের কোচ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) লাল ও সাদা বলের জন্য ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দিয়েছে। টেস্টের জন্য পিসিবি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে। সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেনকে। দুজনের সঙ্গে পিসিবি চুক্তি করেছে ২ বছরের জন্য। কার্স্টেন মূলত ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেরই সহকারী কোচের দায়িত্ব পালন করবেন আজহার মেহমুদ। পরিচিত গিলেস্পিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং ক্রিকেটের একজন সফল কোচ জেসন গিলেস্পি। খেলোয়াড়দের উন্নতি করানো ও দলীয় পারফরম্যান্স বের করে আনতে তিনি দারুণ পারদর্শী।’ ক্রিকেট ক্যারিয়ারে গিলেস্পি অস্ট্রেলিয়ার একজন ফাস্ট বোলার ছিলেন। তিনি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন। ৭১ টেস্টে উইকেট নিয়েছেন ২৫৯টি, ৯৭ ওয়ানডেতে ১৪২ উইকেট এবং এক টি-২০ ম্যাচে ১ উইকেট। কার্স্টেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ওপেনার। কার্স্টেন ২০১১ সালে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারে তিনি টেস্ট ও ওয়ানডেতে দারুণ সফল ক্রিকেটার ছিলেন। ১০১ টেস্টে রান করেছেন ৭২৮৯ এবং ১৮৫ ওয়ানডেতে ৬৭৯৮ রান করেছেন। কার্স্টেনকে কোচ নিয়োগ দেওয়া প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি করতে কার্স্টেনের জুড়ি মেলা ভার। আমি আত্মবিশ্বাসী তাদের অভিজ্ঞতা পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা পূরণ করবে।’

সর্বশেষ খবর