সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আর্সেনাল, ম্যান সিটি জিতল

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াই জমে উঠছে দিন দিন। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে ইঁদুর-বিড়াল লড়াই চলছে। গতকাল রাতে দুই শিরোপাপ্রত্যাশী আর্সেনাল ও ম্যান সিটি জয় পেয়েছে। আর্সেনাল ৩-২ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। এ জয়ে আর্সেনালদের পয়েন্ট ৩৫ ম্যাচে ৮০। টটেনহ্যামের পয়েন্ট ৩৩ ম্যাচে ৬০। বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি ২-০ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। এ জয়ে পেপ গার্ডিওলার দলের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৯। ব্যবধান মাত্র এক পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে ৩২ মিনিটে ভার্দিওল ও ৭৭ মিনিটে আর্লিং হলান্ড গোল করেন। তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৫।

অ্যাস্টন ভিলা ৩৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। অন্যদিনের আরেক ম্যাচে বোর্নমাউথ ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটনকে।       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর