মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সালাউদ্দিনের সমালোচনার জবাব দিলেন কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

সালাউদ্দিনের সমালোচনার জবাব দিলেন কাবরেরা

কিংস অ্যারিনায় ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার পর জাতীয় দলের সামনে ব্যস্ততা ছিল না। তাই ছুটি নিয়ে নিজ দেশ স্পেনে চলে যান হাভিয়ের কাবরেরা। ফিরে এসে তিনি ছুটে যান বাফুফে ভবনে। সাংবাদিকদের সঙ্গে গতকাল দেখা হওয়ার পর অসহ্য গরমের কথা বললেন। বাংলাদেশে আসার পর থেকেই গরম অনুভব করছেন। কিন্তু তাপের তীব্রতা আগে এতটা ভয়ংকর ছিল না জানালেন। কাবরেরার মুখে গরম আর গরম। কিন্তু সাংবাদিকরা তাঁকে কাছে পেয়েই জানতে চাইলেন তাঁকে ঘিরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরক্তি প্রকাশের কথা। ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ও হোম ম্যাচ নিয়ে সালাউদ্দিন কঠোর সমালোচনা করেন কোচ কাবরেরার। কিংস অ্যারিনায় বাংলাদেশ ০-১ গোলে হারের পর সালাউদ্দিন দল সাজানো নিয়ে কাবরেরার কঠোর সমালোচনা করেন। এতটা ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তাঁর কোচিংজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। এটাও বলে ফেলেন, কাবরেরাকে দায়িত্বে রাখবেন কি না ভাববার সময় এসেছে।

কাবরেরার কাছে প্রশ্ন ছিল-সালাউদ্দিনের সমালোচনায় আপনার প্রতিক্রিয়া কী? স্প্যানিশ এই কোচ হাসতে হাসতে জবাব দিয়েছেন, ‘ফেডারেশনের সভাপতি সমালোচনা করতেই পারেন। নিশ্চয়ই আমার দায়িত্বে কোনো ত্রুটি খুঁজে পেয়েছেন। যা সামনে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। সভাপতির সমালোচনা নিয়ে প্রশ্ন তোলা মানেই নিজেকে অযোগ্য প্রমাণ করা। এ নিয়ে কিছুই ভাবছি না। আমার চোখ এখন বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচের দিকে। ৬ জুন কিংস অ্যারিনায় অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কাতারে। অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব নয়। লেবাননকে হারাতেই পরিকল্পনা আঁকতে হবে। আমি বাইরে থাকলেও লিগ ও ফেডারেশন কাপে কারা ভালো খেলেছেন তা আমি জানি। সভাপতির সঙ্গে আলাপ হয়েছে, সময় কম হলেও সেরাদের ক্যাম্পে ডেকে চূড়ান্ত দল গড়াটা আমার লক্ষ্য।’

সর্বশেষ খবর