মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মোনাকোর হারে পিএসজি চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

মোনাকোর হারে পিএসজি চ্যাম্পিয়ন

পিএসজিকে আর অপেক্ষায় থাকতে হলো না। পয়েন্ট তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বী দল মোনাকো ২-৩ গোলে অলিম্পিক লিওঁর কাছে হারায় তারা তিন ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হয়ে গেল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্টে পিএসজি আগেই চ্যাম্পিয়ন। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। এখন তারা টানা ম্যাচ জিতলেও লাভ হবে না। শিরোপা ধরে রাখল প্যারিস জায়ান্টরা। হ্যাটট্রিকসহ লিগ ওয়ানে এ নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। হারলেও ম্যাচের প্রথম গোল করে মোনাকো। তাও আবার প্রথম মিনিটেই। উইসাম বেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুরন্ত গোল করেন। মনে হচ্ছিল দিনটি মোনাকোরই হবে। ২২ মিনিটে ম্যাচে সমতা ফেরার পর দৃশ্য পাল্টে যায়। অলিম্পিক লিওঁর অ্যানেঙ্কানে গোল করেন। ২৫ মিনিটে ফের এগিয়ে যায় মোনাকো। সাইদ বেনরাহমা জালে বল পাঠান। বিরতির পর ইয়েডার গোলসমতায় ফেরে লিওঁ। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ফোকানো গোল করলে লিওঁ জিতে যায়। পিএসজির সামনে এখন ট্রেবল জয়ের সুযোগ। ২ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফরাসি চ্যাম্পিয়ন পিএজসি জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

সর্বশেষ খবর