মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নিগারদের সিরিজে ফেরার লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

নিগারদের সিরিজে ফেরার লড়াই আজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অটোগ্রাফ নিতে ঘিরে ধরেছে সিলেটের আম্বরখানা স্কুলের ছাত্রীরা। -বিসিবি

খেলা ছিল না গতকাল। বিশ্রামে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। বিশ্রাম থাকলেও তিন নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, লেগ স্পিনার ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার গতকাল সিলেটের তিনটি স্কুলে সফর করেন। তিন ক্রিকেটারের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির ওমেন্স উইংয়ের হেড অব অপারেশনস ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিন নারী ক্রিকেটার সফর করেন আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দনিকেতনে। ক্রিকেটারদের দেখতে স্কুল তিনটির ছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে। উপস্থিত সবার সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ছাত্রীদের ম্যাচ দেখার আমন্ত্রণ জানান ক্রিকেটাররা। স্কুল থেকে বিদায় নেওয়ার আগে নারী দলের অধিনায়ক নিগার দলের সব ক্রিকেটারের অটোগ্রাফ সংবলিত জার্সি তুলে দেন স্কুলের হেড মাস্টারদের হাতে। গতকাল বিশ্রাম শেষে আজ পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি খেলবে বাংলাদেশ ও ভারতীয় নারী ক্রিকেট দল। নিগারদের সিরিজে ফেরার ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ৪৪ রানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে হারমানপ্রীত কাউরের ভারত ৭ উইকেটে ১৪৫ রান করে। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১০১ রান করে। নিগার ৫১ রানের ইনিংসটি খেলেন ৪৮ বলে ৫ চার ও ১ ছক্কায়। সিরিজের বাকি ম্যাচগুলো আজ, ২, ৬ ও ৯ মে। সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সর্বশেষ খবর