বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

সেমিফাইনালে আবাহনীকে পেল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালে আবাহনীকে পেল বসুন্ধরা কিংস

মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে সেমিফাইনালে লড়েছিল দেশের ফুটবলে দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। এবার বসুন্ধরা এবিজি ফেডারেশন কাপেও তাদের দেখা হবে সেমিতেই। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত আসরের শেষ কোয়ার্টার ফাইনালে আবাহনী ৩-১ গোলে ফটিস এফসিকে পরাজিত করে জায়গা করে নিল শেষ চারে। প্রতিপক্ষ ফটিস তুলনামূলক দুর্বল হলেও আবাহনী যে স্বস্তিতে ছিল তাও বলা যাবে না। শুরু থেকেই সতর্ক ছিল, কেননা লিগে প্রথম লেগে ফটিসের কাছে হার ও দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে গোল করে হার ঠেকিয়েছিল। একই দলের কাছে পাঁচ পয়েন্ট হারানোয় লিগে পিছিয়ে পড়েছে আবাহনী।

লিগ আর নকআউট পর্বের লড়াইয়ে পার্থক্য রয়েছে। এখানে হারলেই বিদায়। আবাহনী তাই বাড়তি সতর্ক হয়ে মাঠে নামে। শুরু থেকেই গোল করার তৎপরতা চালাতে থাকে ওয়াশিংটন ও কর্নেলিয়াস স্টুয়ার্টরা। লিগের দুই ম্যাচে ফটিস জ্বলে উঠলেও গতকাল কিংস অ্যারিনায় আবাহনীকে ভোগাতে পারেনি। ৯ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ওয়াশিংটনের কাছ থেকে বল পেয়ে জালে পাঠান কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াশিংটন। দ্বিতীয়ার্ধে আবাহনীর হয়ে শেষ গোলটি করেন জনাথন ফার্নান্দেস। ৯৫ মিনিটে ফটিসের সান্ত্বনার গোলটি করেন সাজেদ হাসান জুম্মন। ম্যাচসেরা পুরস্কার জেতেন ওয়াশিংটন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদের কাছ থেকে ক্রেস্ট বুঝে নেন। ১৪ মে কিংস-আবাহনীর সেমিফাইনাল।

সর্বশেষ খবর