বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

পিএসজির অগ্নিপরীক্ষা ডর্টমুন্ডের মাঠে

ক্রীড়া ডেস্ক

পিএসজির অগ্নিপরীক্ষা ডর্টমুন্ডের মাঠে

ফ্রেঞ্চ ওয়ান লিগে শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। স্বাভাবিকভাবেই তারা উজ্জীবিত। এখন তাদের চোখ চ্যাম্পিয়ন্স লিগের দিকে। ফুটবলে অসংখ্য ট্রফি জেতার রেকর্ড থাকলেও ইউরো সেরার খাতায় কখনো নাম লেখাতে পারেনি। যা নিয়ে আফসোসের শেষ নেই পিএসজি সমর্থকদের। এবার তো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল। বার্সার বিপক্ষে ফিরতি ম্যাচে ড্র করলেই স্বপ্ন শেষ হয়ে যেত। কিন্তু এমবাপ্পের ম্যাজিকে তারা সেমিফাইনালে উঠে যায়। বার্সেনোলাকে কাঁদিয়ে আজ তারা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। পিএসজিকে খেলতে হবে ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনাপার্কে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। ঘরের মাঠে নামার আগে সু-খবর পেয়েছে ডর্টমুন্ড। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন মার্সেল সাবিংজার ও ডোলিয়েন মালেন। তারা যদি আজ একাদশে থাকেন নিঃসন্দেহে মধ্য মাঠ ও আক্রমণ ভাগে শক্তি বাড়বে ডর্টমুন্ডের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা এখনো পিএসজির অধরা থেকে গেলেও ডর্টমুন্ড ১৯৯৬-৯৭ মৌসুমে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ফাইনাল খেললেও বার্য়ানের কাছে হেরে যায়। এরপরও শক্তির দিক দিয়ে এগিয়ে পিএসজি।

সর্বশেষ খবর