বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টিও থামাতে পারেনি নিগারদের হার

ক্রীড়া প্রতিবেদক

সারা দেশ অসহ্য গরমে ছটফট করছে। অথচ সিলেটে ভিন্ন দৃশ্য। গতকাল বাংলাদেশ ও ভারতের টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচ শেষ হতে পারেনি। তাতে অবশ্য ফল থেমে থাকেনি। বৃষ্টি আইনে ভারতের কাছে ১৯ রানে হেরে গেছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা টস জিতে ব্যাটিংয়ে নামে। শুরু একেবারে খারাপ ছিল না। দলীয় ১৪ রানে ওপেনার দিলারা আক্তার আউট হন দিপ্তি শর্মার বলে। আউট হওয়ার আগে তিনি মারমুখী ব্যাট করে যান। দুটি চারও মারেন কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি। দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি বাংলাদেশকে বড় স্কোর গড়ার পথ দেখাচ্ছিল। কিন্তু ১১৯ রানে অল আউট হয়ে যায়। ভারত পরে ৫.২ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৪৭ রান তোলে। বৃষ্টি আইনে তারা জিতে যায়।

সিরিজ হলেও নারী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দুই দেশ খেলছে। বাংলাদেশে পারফরম্যান্স ছিল হাতাশাজনক। এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে সেখানে নিগাররা কতটুকু জ্বলে উঠবেন তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যাটে বলে কোনটাতেই সুবিধা করতে পারছে না বাংলাদেশের মেয়েরা।

সর্বশেষ খবর