শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

জয় দিয় শুরু করতে চান শান্তরা

বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

জয় দিয় শুরু করতে চান শান্তরা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেট দেখছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছবি : বিসিবি

আইপিএল শেষ না করেই গত রাতে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বিসিবি পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি কাটার মাস্টারকে। অনুমতি দেয়নি জুন মাসের টি-২০ বিশ্বকাপের জন্য। ২০ ওভারের বিশ্বকাপে পুরোপুরি ফিট মুস্তাফিজকে চাইছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজের প্রথম তিন ম্যাচে মুস্তাফিজ নেই। শুধু বাঁ হাতি পেসার নন, প্রথম তিন ম্যাচে নেই দেশসেরা ক্রিকেটার ও স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানও। দুই দেশসেরা ক্রিকেটারকে ছাড়া টাইগাররা আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। অবশ্য সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামে এবং শেষ দুই ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিকান্দার রাজার জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে অফিশিয়ালি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে নাজমুলদের। সিরিজে পূর্ণ শক্তির দল না পেলেও আত্মবিশ্বাসী ক্রিকেটারদের নিয়ে খেলছেন নাজমুলরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘টি-২০ ক্রিকেটে ছোট-বড় দল নেই। উগান্ডার কাছে হেরে জিম্বাবুয়ের বিশ্বকাপ খেলা হয়নি। অথচ জিম্বাবুয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। মূল কথা হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছিৃ। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে টাইগারদের। ঘরের মাঠে সিরিজ খেলে ১৩ মে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে যাবেন নাজমুলরা। সেখানে তিনটি টি-২০ ম্যাচ খেলবে নাজমুল বাহিনী। দুটি সিরিজ খেলেই টি-২০ বিশ্বকাপ খেলা শুরু করবে। ২ জুন বিশ্বকাপ শুরু। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। আফ্রিকান দেশটির বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের পরপরই হয়তো ঘোষণা করবে। তবে দলের সবাই প্রস্তুত নিজেদের প্রমাণ করতে। এই সিরিজ খেলেই বিশ্বকাপের মূল স্কোয়াড চূড়ান্ত হবে ইঙ্গিত দেন টাইগার অধিনায়ক, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে- বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। হ্যাঁ, দু-একজন এদিক-ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে। নির্দিষ্ট করে ৩-৪টা পয়েন্টে ফোকাস থাকবে। প্রত্যেকটা জায়গায় যে আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’

জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হলেও দুজন ক্রিকেটারের প্রতি আলাদা নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। মোহাম্মদ সাইফুদ্দিন ও সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকতে দুজনকেই পারফর্ম করতে হবে জিম্বাবুয়ে সিরিজে। মিডল অর্ডার শক্তিশালী করতে ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাকে ভাবছে টিম ম্যানেজমেন্ট। সিমিং অলরাউন্ডার সাইফুদ্দিনের দিকে অধিনায়কের নজর আলাদা করে থাকছে, ‘সাইফুদ্দিন অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অনেক দিন পর দলে এসেছে। ওর জন্য ভালো সুযোগ। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করেন, তাসকিন, তানজিম সাকিব, রিশাদ, এমনকি শরিফুল... সবাই কিন্তু ব্যাটিং করতে পারে। যদি সে সেরাটা দিতে পারে, তাহলে দল উপকৃত হবে।’

লিটন দাস ছন্দে ফিরেছেন। সুস্থ আছেন। আজ হয়তো উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছে ২০টি। বাংলাদেশের জয় ১৩ এবং হার ৭টি। দুই দল সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। রুদ্ধশ্বাস ম্যাচটি টাইগাররা জিতেছিল ৩ রানে। এ ছাড়া দুই দলের সর্বশেষ সিরিজ জিতেছে জিম্বাবুয়ে ২০২২ সালে হারারেতে ২-১ ব্যবধানে।

সর্বশেষ খবর