শিরোনাম
শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

বদলে যাচ্ছে পেশাদার ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

বদলে যাচ্ছে পেশাদার ফুটবল

ইমরুল হাসান

পেশাদার ফুটবল লিগের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিয়ে বাফুফের সহসভাপতি ইমরুল হাসান প্রথম আসরেই যে চমক ও নতুনত্ব এনেছেন তাতে প্রশংসিত হচ্ছেন। নতুন মৌসুমের লিগে থাকবে আরও চমক। বিশ্ব ফুটবলের উইন্ডোর সঙ্গে তাল মিলিয়ে ১ জুন থেকে নতুন মৌসুমের দলবদল। যা পৃথিবীর অধিকাংশ দেশ অনুসরণ করে থাকে। সেখানে বাংলাদেশ বাইরে থাকবে কেন? লিগ আকর্ষণীয় করে তুলতে ইমরুলের নেতৃত্ব দেওয়া কমিটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এতে কেউ আপত্তি তোলেনি। কেননা এতে মানসম্পন্ন বিদেশি ফুটবলার দেখা মেলার সম্ভাবনা বেশি। আগে এমন সময় দলবদল হতো তখন আন্তর্জাতিক উইন্ডো বন্ধ হয়ে যেত। ইচ্ছা বা অর্থ থাকলেও মানসম্পন্ন বিদেশি পাওয়া যেত না। এখন ওপেন হয়ে যাওয়ায় বাছাই করে ভালোমানের বিদেশি আনা যাবে। মানসম্পন্ন বিদেশি আসা মানেই স্থানীয়রা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ব্যাপারটি উন্মুক্ত হয়ে যাওয়ায় ক্লাবগুলো শক্তিশালী রূপ ধারণ করতে পারবে। যা আগে স্বপ্নই ছিল। তা বাস্তবায়ন করতে চলেছে বর্তমান লিগ কমিটি। ফুটবলে ঘরোয়া ক্যালেন্ডার নিয়ে কম বিতর্ক হয়নি। এমনও দেখা গেছে- ক্যালেন্ডার ছাড়াই ফুটবল মাঠে গড়িয়েছিল। এবার লিগ চলা অবস্থায় নতুন মৌসুমে ক্যালেন্ডার ঘোষণা হয়েছে। স্বাধীনতা কাপ দিয়েই নতুন মৌসুমের পর্দা উঠবে। ফেডারেশন কাপ ও লিগ তো থাকছেই, নতুনভাবে যোগ হয়েছে সুপার কাপ। কোটি টাকার প্রাইজমানির এ জনপ্রিয় টুর্নামেন্ট মাত্র তিন আসর হয়ে শেষ। নতুন মৌসুমে লিগ শেষেই সুপার কাপ মাঠে গড়াবে। এতেই আভাস মেলে- বদলে যাচ্ছে দেশের পেশাদার ফুটবল। ছয় বিদেশিসহ ৩৬ জনের নাম নিবন্ধন করা যাবে। তবে ২৩ জনের স্কোয়াডে পাঁচ বিদেশি থাকলেও খেলতে পারবেন চারজন। লিগ আকর্ষণ করে তুলতে ও নতুন ফুটবলার সৃষ্টির লক্ষ্যে দুজন ১৬ বা ১৮ বছর বয়সী খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে। একজনের সেরা একাদশে থাকা বাধ্যতামূলক। এতে জাতীয় দলের পাইপলাইন শক্ত হবে বলে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান মনে করেন। তিনি বলেন, ‘নব্বই দশকে এই নিয়ম থাকায় ফুটবল খুঁজে পেয়েছিল নকিব, জাকির, মাসুদ রানা, গাউস ও আলমগীরদের মতো ফুটবলার। এমন নিয়ম যদি ধরে রাখা যেত দেশ এখন ফুটবলার সংকটে ভুগত না।’ ইমরুলের নেতৃত্বে কমিটি এবার লিগ মাঠে নামিয়েই আলোড়ন তুলেছে। ফিকশ্চারে এসেছে নতুনত্ব। দেশের সাবেক তারকা ফুটবলারদের অতিথি করে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়াটাও বড় ঘটনা। দেশের ফুটবলে যারা অবদান রেখেছেন তাদের নাম অনেকে ভুলতে বসেছিল। বর্তমান কমিটি তাদের অতিথি করে সম্মান দেখিয়েছে।  ইমরুল বলেন, ‘পেশাদার লিগ দেশের সেরা আসর। এর মান ও জনপ্রিয়তা ফিরে পেতে যা যা দরকার আমরা করব। অবশ্য তা করা হবে ফুটবল সংশ্লিষ্ট সবার পরামর্শে। আমি একক সিদ্ধান্তে বিশ্বাসী নই।’

সর্বশেষ খবর