শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

ভাগ্যবান ওরা তিন

ভাগ্যবান ওরা তিন

৫০০ খুদে ফুটবলারদের মধ্যে তিনজন বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন ক্যাম্পের জন্য বাছাই হয়েছে। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ম্যানইউয়ের সকার স্কুলের হেড কোচ মাইকেল নিরি পারফরম্যান্স দেখে বাছাই করেন সিরাজগঞ্জের সাদমান সাজিদ, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর