শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

৫৮ মাস পর সাকিবের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

৫৮ মাস পর সাকিবের সেঞ্চুরি

এক-দুই মাস নয়, গুনে গুনে ৪ বছর ১০ মাস বা ৫৮ মাস পর তিন অংকের জাদুকরী ইনিংস খেলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সব ফরম্যাটের ক্রিকেটে ১৯৯ ইনিংস পর করেছেন সেঞ্চুরি। বিকেএসপি-৪ নম্বর মাঠে গতকাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলেন ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটা তার ১০ নম্বর সেঞ্চুরি। ৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং এই প্রথম প্রিমিয়ার ক্রিকেট লিগে সেঞ্চুরি করেছেন। প্রিমিয়ার ক্রিকেট লিগে একই দিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত সেঞ্চুরি করেছেন। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে মোসাদ্দেক ১০১ বলে ৮ চার ও ১০ ছক্কায় খেলেন ১৩৩ রানের ঝড়ো ইনিংস। বিকেএসপি-৩ নম্বর মাঠে শাইনপুুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংকের পক্ষে জাকির হাসান টর্নেডো গতিতে ১৫৮ রানের ইনিংস খেলেন মাত্র ১৩২ বলে ৮ চার ও ১২ ছক্কায়। সাকিব সেঞ্চুরি করলেও শেখ জামালকে ২ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ মাহফুজুর রহমান রাব্বির ১২৫ রানের ইনিংসে। মোসাদ্দেকের সেঞ্চুরির ম্যাচে আবাহনী ৯ রানে হারিয়েছে মোহামেডানকে। প্রাইম ব্যাংক ১১১ রানে হারিয়েছে শাইনপুকুরকে। হারলেও শাইনপুুকুরের অমিত হাসান খেলেছেন ১০৪ রানের অপরাজিত ইনিংস। টি-২০ বিশ্বকাপের আগে সাকিবের ছন্দে ফেরায় হাফ ছেড়ে বেঁচেছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। গতকাল শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচ টি-২০ সিরিজ। সাকিব খেলছেন না। সিরিজের শেষ দুটি ম্যাচ হয়তো খেলবেন। বিশ্বকাপে ছন্দে ফিরতে প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের ম্যাচগুলো খেলছেন তিনি। আগের ম্যাচে ৪৯ এবং গতকাল সেঞ্চুরি করেন। টাইগারদের সাবেক অধিনায়ক সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৭ ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি। তবে ১৪টি হাফ সেঞ্চুরি করেছিলেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই সেঞ্চুরির পর মাঝের পাঁচ বছরে সব ফরম্যাটের ১৯৯ ইনিংসে ৩৩ বার হাফ সেঞ্চুরি করেন ৩৭ বছর বয়সী সাকিব।

 

 

সর্বশেষ খবর