শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের সামনে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের সামনে আবাহনী

পেশাদার লিগে আগমনের পর থেকেই অপ্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস। টানা চারবার লিগ শিরোপা জয় করেছে তারা। টানা পঞ্চম লিগও জয়ের পথে ছুটছে তারা। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্কার ব্রুজোনের দল। আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার পথে আজ আবাহনীর মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারিনায় অনুষ্ঠিত এ ম্যাচে জিতলেই শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যাবেন রবসন রবিনহোরা। আবাহনী লিগে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে। চলতি মৌসুমে লিগে রানার্সআপ হওয়ার দৌড়ে মোহামেডান এগিয়ে আছে। ১৪ ম্যাচে সাদাকালোদের সংগ্রহ ২৮ পয়েন্ট। গতকাল পয়েন্ট হারিয়েছে মোহামেডান। ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। এ ছাড়া গতকাল ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-২ গোলে হেরেছে শেখ জামাল। অতীতে আবাহনীর বিপক্ষে খেলতে নেমে কখনই ব্যর্থ হয়নি বসুন্ধরা কিংস। জয় কিংবা ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। অপরাজিত থাকার এ ধারাটাই কী আজ বহাল থাকবে! লিগে বসুন্ধরার ম্যাচ বাকি ৫টি। আজ জিতলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও প্রায় শেষ হয়ে যাবে অস্কার ব্রুজোনের দলের।

 

সর্বশেষ খবর