সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

কিংস শিরোপা নিশ্চিত করতে চায় মোহামেডান ম্যাচেই

ক্রীড়া প্রতিবেদক

১১ মে পেশাদার ফুটবল লিগে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস অ্যাওয়ে ম্যাচে লড়বে ঢাকা মোহামেডানের বিপক্ষে। সেদিন জিতলেই তিন ম্যাচ আগেই শিরোপার খাতায় নাম লিখবে। চার ম্যাচের যে কোনো একটি জিতলেই চ্যাম্পিয়ন। তবে কিংস চাইছে মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করতে। মোহামেডানকে ঘিরে কিংস খেলোয়াড়দের মধ্যে আলাদা জেদ রয়েছে। এবারের লিগে তারা একমাত্র ম্যাচ হেরেছে সাদা-কালোদের কাছে। তা ছাড়া হোম ভেন্যু কিংস অ্যারিনায় অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে দিয়েছে মোহামেডান। গত মৌসুমে ফেডারেশন কাপে ফাইনাল খেলতে পারেনি তাদেরই কাছে হেরে। পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গে কিংস ১০ বার লড়লেও কোনো ম্যাচই হারেনি। আট জয় ও দুটি ড্র করেছে। অথচ কোনো পেশাদার লিগ না জিতেও মোহামেডান বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিংসকে অপরাজিত থাকতে দেয়নি। বসুন্ধরা কিংস চাচ্ছে এবারের লিগে মোহামেডানের হার না মানার রেকর্ড ভেঙে পঞ্চম শিরোপা জিততে। এতে উৎসবটাও হবে রঙিন। অধিনায়ক রবসন তো বলেই দিয়েছেন, ‘ম্যাচটি আমাদের কাছে অন্যরকম ফাইনাল।’ ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে কিংস শীর্ষে থাকলেও ২৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে মোহামেডান। ১১ মে জিতলেই বাকি তিন ম্যাচ হারলেও কিংসের কোনো যায় আসবে না কিংসের।

 

 

সর্বশেষ খবর