সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কঠিন গ্রুপে বাংলাদেশ

নারী টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ডানে) এবং ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর ও আইসিসির সিইও জিওফ অ্যালোডরস (বামে)।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে নারী টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, বিসিবি সিইও জিওফ অ্যালোডরস এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর। গণভবনে ট্রফি উন্মোচনের এক ঘণ্টা পর মূল আয়োজন শুরু। সেখানেই লটারির মাধ্যমে ঘোষণা করা হয় টি-২০ বিশ্বকাপের সূচি ও গ্রুপিং। নবম আসরের বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর। ফাইনাল ২০ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রথম সেমিফাইনাল ১৭ অক্টোবর সিলেটে এবং ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল মিরপুরে। ২০ ওভারের বিশ্বকাপে ১০ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। নিগার সুলতানারা খেলবেন ‘বি’ গ্রুপে। কঠিন গ্রুপে পড়েছেন নিগাররা। বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী তিন দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইয়ার-২ থেকে উঠে আসা দল। ‘এ’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফাইয়ার-১ থেকে আসা দল। বাংলাদেশের ম্যাচগুলো মিরপুর স্টেডিয়ামে এবং বাকি ম্যাচগুলো হবে সিলেটের দুটি মাঠে। ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর কোয়ালিফাইয়ার থেকে আসা দল, ৫ অক্টোবর ইংল্যান্ড, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। একইদিন সন্ধ্যা ৭টায় মিরপুরে বাংলাদেশের প্রতিপক্ষ কোয়ালিফাইয়ার থেকে আসা দল।

 

গ্রুপ ‘এ’

অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফাইয়ার-১।

গ্রুপ ‘বি’

বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফঅইয়ার-২।  

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

তারিখ                     প্রতিপক্ষ              সময়                 ভেন্যু

৩ অক্টোবর            কোয়ালিফায়ার-২      সন্ধ্যা ৭টা               মিরপুর

৫ অক্টোবর             ইংল্যান্ড                সন্ধ্যা ৭টা               মিরপুর

৯ অক্টোবর             ওয়েস্ট ইন্ডিজ         বিকাল ৩টা             মিরপুর

১২ অক্টোবর           দক্ষিণ আফ্রিকা         সন্ধ্যা ৭টা               মিরপুর

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর