মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট পাপন

জিম্বাবুয়ে সিরিজটা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নয়। এটা এফটিপি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে দল। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটা টি-২০ সিরিজ খেলেছে। সব মিলিয়ে প্রস্তুতিতে আমি সন্তুষ্ট -নাজমুল হাসান পাপন, সভাপতি, বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট পাপন

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ ২০ ওভারের করা উচিত ছিল। দুই-তিন দিন আগে মিডিয়ার মুখোমুখিতে এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে সাকিব খেলেছেন শেখ জামালের হয়ে। গতকাল শূন্য করেছেন। এর আগে একটি সেঞ্চুরি ও ৪৯ রানের ইনিংস খেলেছেন। গতকাল প্রিমিয়ার লিগ শেষে আবাহনীকে শিরোপা ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সাকিবের প্রশ্নটি শুনে বলেন, ‘প্রিমিয়ার ক্রিকেট তো লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। হুট করে তো সুপার লিগ টি-২০ করা যেত না। সাকিব যদি প্রস্তুতির কথা বলে, তাহলে তো টি-২০ সিরিজ খেলত। সে তো সুপার লিগ খেলত না। আমার মনে হয় সাকিব দুষ্টুমি করে কথাগুলো বলেছে।’

জুন মাসে ২০ দলের টি-২০ টুর্নামেন্ট। বিশ্বকাপ খেলতে ১৫ মে টাইগাররা মার্কিন যুক্তরাষ্ট্র যাবে। সাকিব দলের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে যাই বলেন না কেন, বিসিবি সভাপতি নাজমুলদের বিশ্বকাপের প্রস্তুতিতে সন্তুষ্ট, ‘আমরা কেন দুই সপ্তাহ আগে প্রস্তুতি নেব? প্রস্তুতি তো আরও আগে নেওয়া উচিত। জিম্বাবুয়ে সিরিজটা টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নয়। এটা এফটিপি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে দল। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটা টি-২০ সিরিজ খেলেছে। সব মিলিয়ে প্রস্তুতিতে আমি সন্তুষ্ট। এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারে?’

এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে শাইনপুকুরকে ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। প্রিমিয়ার লিগে এটা আবাহনীর রেকর্ড ২৩ নম্বর শিরোপা। লিষ্ট ‘এ’ হওয়ার পর পঞ্চম শিরোপা। মোহামেডান রানার্সআপ হয়েছে চলতি লিগে।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। ওই আসরের গ্রুপ পর্বের ৫ ম্যাচে বাংলাদেশ জিতেছিল জিম্বাবুয়ে ৩ রান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে। হেরেছিল ভারতের কাছে ডিএলএস মেথডে ৫ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রান ও পাকিস্তানের কাছে ৪ উইকেটে। মূল আসরের আগে নিউজিল্যান্ডের মাটিতে একটা ট্রাই নেশন খেলেছিল প্রস্তুতি হিসেবে। এবার জিম্বাবুয়ে ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে। ডালাসে তিনটি ম্যাচ খেলবে। সেখানকার উইকেটগুলো ড্রপ ইন। এমন উইকেটের সঙ্গে মানিয়ে নিতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের খেলার বিষয়টিকে ভালো সিদ্ধান্ত বলেছেন আইসিসি সিইও।’

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে চারটি ম্যাচ। ৮ জুন শ্রীলঙ্কা, ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ।

 

সর্বশেষ খবর