মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

রূপকথার গল্প লেভারকুজেনের

ক্রীড়া ডেস্ক

রূপকথার গল্প লেভারকুজেনের

ফুটবলে রেকর্ডের শেষ নেই। গোলের রেকর্ড, জয়ের রেকর্ড আরও কত কী! তবে শতাব্দীতে এক/দুইবার এমন ঘটনা ঘটে, যা রূপকথাকেও হার মানায়। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন এমনই এক রূপকথার গল্প লিখে চলেছে। চলতি মৌসুমের শুরু থেকে এখনো পর্যন্ত দলটা অপরাজিত। রবিবার তারা ৫-১ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্কফুর্টকে। চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলে টানা ৪৮ ম্যাচ অপরাজিত দলটা। তারা ৫৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছে। ১৯৬৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে সব প্রতিযোগিতায় টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। সেই রেকর্ডটা এবার নিজেদের করে নিতে বদ্ধ পরিকর লেভারকুজেন।

বেনফিকার রেকর্ডটা ছিল দুই মৌসুম মিলে। লেভারকুজেন যা করছে, জার্মান ফুটবল তো বটেই ইউরোপিয়ান ফুটবলেই এমন দৃষ্টান্ত নেই। এক মৌসুমে সব প্রতিযোগিতায় সব ম্যাচেই অপরাজিত থাকার রেকর্ড গড়ার দিকে ছুটছে দলটা। জার্মান বুন্দেসলিগায় আর মাত্র দুটি ম্যাচ বাকি। জার্মান কাপের ফাইনালে বাকি এক ম্যাচ। এ ছাড়া ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ বাকি। এ ম্যাচ জিতলে তারা খেলবে ফাইনালে। সেখানে এক ম্যাচ। সবমিলে পাঁচ ম্যাচ হাতে আছে। এ ম্যাচগুলোতে পরাজয় এড়াতে পারলেই মৌসুমজুড়ে অপরাজিত থাকার নতুন মাইলফলক স্থাপন করবে লেভারকুজেন।

 

 

সর্বশেষ খবর