মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০০:০০ টা

চলে গেলেন আর্জেন্টিনার সেই কোচ মেনোত্তি

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন আর্জেন্টিনার সেই কোচ মেনোত্তি

১৯৭৮ সালে স্বপ্নের বিশ্বকাপের আয়োজন করে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ৪৮ বছর পর দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নেয়। এবার আর হতাশ নয়, সিজার লুইস মেনোত্তির প্রশিক্ষণে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে।  এরপর দেশটি ১৯৮৬ ও ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়। সেই বিশ্ববিখ্যাত কোচ লুইস আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। গতকাল ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্ম শহর রোজারিওতে ১৯৩৮ সালে জন্ম সিজার লুইস মেনোত্তিরও। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে খেলে ১১ ম্যাচে ২ গোল করেন তিনি।

 

 

সর্বশেষ খবর