বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

এমবাপ্পেদের কাঁদিয়ে ফাইনালে ডর্টমুন্ড

ক্রীড়া ডেস্ক

এমবাপ্পেদের কাঁদিয়ে ফাইনালে ডর্টমুন্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবাইকে চমকে দিল বুরুসিয়া ডর্টমুন্ড। ফেবারিট দলগুলোকে টপকে ওঠে এলো ফাইনালে। গত মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। প্রথম লেগে নিজেদের মাঠেও একই ব্যবধানে জয় পেয়েছিল তারা। টানা দুই লেগে ফেবারিট পিএসজিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ডর্টমুন্ড। কিলিয়ান এমবাপ্পে বেশ আশা করেছিলেন, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করবেন। সেই স্বপ্ন পূরণ হলো না তার। চলতি মৌসুম শেষ হলেই পিএসজি ছাড়ার কথা রয়েছে এমবাপ্পের। মঙ্গলবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিলেন এমবাপ্পে। বললেন, ‘আমিই ব্যর্থ হয়েছি।’ গত এক যুগেরও বেশি সময় ধরে পিএসজি বড় ক্লাব হিসেবে লড়াই করছে ইউরোপে। তবে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেননি তারা। ২০২০ সালে একবার ফাইনাল খেললেও হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। এবারও ফাইনালের খুব কাছে গিয়ে বিদায় নিল পিএসজি। বুরুসিয়া ডর্টমুন্ড গত মঙ্গলবার ম্যাট হামেলসের ৫০ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ডর্টমুন্ড চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে। লিগে ভালো অবস্থানে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলছে ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং সেমিফাইনালে পিএসজিকে কাঁদিয়ে ওঠে এসেছে ফাইনালে। ডর্টমুন্ড এর আগেও দুবার ফাইনাল খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। ১৯৯৭ সালে প্রথমবার ফাইনাল খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল জুভেন্টাসকে হারিয়ে। ২০১৩ সালে ফাইনাল খেললেও হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। এবার তারা ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। গত রাতেই অপর ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে। সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-বায়ার্ন ২-২ গোলে ড্র করেছিল। গত রাতে তারা দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছে।

 

সর্বশেষ খবর