বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

নারী টি-২০ বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত হয়েছে। ৫ মে যখন গ্রুপিং করা হয়, তখন কোয়ালিফায়ার দল দুটি নিশ্চিত হয়নি। তখন দুই গ্রুপে ভাগ করা হয়েছিল চূড়ান্ত আট দল ও কোয়ালিফায়ার দুই দল। এখন দল দুটি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। নিগার সুলতানারা খেলবেন ‘বি’ গ্রুপে। গ্রুপের বাকি দল চারটি স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে কোয়ালিফাইং রাউন্ড চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ২০ ওভারের বিশ্বকাপের খেলাগুলো হবে মিরপুর ও সিলেটের দুই মাঠে। বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় মিরপুরে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে। অবশ্য ওই দিনই বিকাল ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল সিলেটে, ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল মিরপুরে এবং ফাইনাল ২০ অক্টোবর মিরপুরে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৫ অক্টোবর ইংল্যান্ড, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

 

সর্বশেষ খবর