শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা
মিরপুরে চতুর্থ টি-২০ আজ

জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই বিপদ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই বিপদ

উগান্ডার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে জিম্বাবুয়ে। অথচ জিম্বাবুয়ে ক্রিকেটে একসময় প্রবল শক্তিশালী প্রতিপক্ষ ছিল। অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিয়েস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিকদের জিম্বাবুয়েকে এখন আর কেউ শক্তিশালী প্রতিপক্ষ ভাবে না। আফ্রিকান দলটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ জিতে এর মধ্যেই সিরিজ নিশ্চিত করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজের বাকি দুই ম্যাচ টাইগাররা খেলবে মিরপুরে। আজ ও রবিবার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় চতুর্থ ম্যাচ খেলবে টাইগাররা এবং পঞ্চম ও শেষ ম্যাচ সকাল ১০টায়। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তিনজনকেই আজকের একাদশে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, এ তিন ক্রিকেটার চট্টগ্রাম পর্বে খেলেননি। চট্টগ্রামে প্রথম ম্যাচ ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে ও তৃতীয় ম্যাচ ৯ রানে জেতে টাইগাররা।

ঢাকা পর্ব শুরুর আগে গতকাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সিরিজে সবচেয়ে সফল টাইগার পেসার তাসকিন আহমেদ। যিনি তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের আগে দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলার বিষয়ে টাইগারদের সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ডান হাতি পেসার তাসকিন বিষয়টিকে অন্যভাবে দেখছেন। জিতলে যেমন কৃতিত্ব দিতে কার্পণ্য করেন। হারলে সমালোচনার তরবারিতে এফোঁড়-ওফোঁড় করেন। মিডিয়ার মুখোমুখিতে সেই কথাটি গতকাল বেশ যুক্তিসহকারেই বললেন তাসকিন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যদি একটা ম্যাচ হেরে যাই, তাহলে কিন্তু অন্য রকম কথা হবে। সবাই বলবে, জিম্বাবুয়ের কাছে হেরেছি। ছোট দলের সঙ্গে জিতলে কৃতিত্বটা কম পাই। দুর্ভাগ্যজনক হলো, আমাদের অনেক রকম কথাই শুনতে হয়। কিন্তু যখন খেলতে নামি, প্রতিপক্ষ যে-ই হোক, সেরাটা দিয়েই চেষ্টা করি। হয়তো কখনো ভালো হয়, খারাপ হয়। উন্নতির ধারাটা রেখে সবাই বিশ্বকাপে ভালো করার চেষ্টা করছে। আমরা নিজেদের উন্নতিটাই চাইছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে যদি একটা ম্যাচ হেরে যাই, তাহলে কিন্তু অন্য রকম কথা হবে। সবাই বলবে, জিম্বাবুয়ের কাছে হেরেছি। ছোট দলের সঙ্গে জিতলে কৃতিত্বটা কম পাই।

তাসকিন আহমেদ

২০২২ সালে টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি তিন জাতির টুর্নামেন্ট খেলেছিল। এবার খেলছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এতে কি আত্মবিশ্বাসে একটু কমতি থাকবে? তাসকিন সেভাবে দেখেননি, ‘ফেক কনফিডেন্স না... আসলে যে কোনো জায়গায়ই ভালো করতে পারলে আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা এখনো জানি না যুক্তরাষ্ট্রে কোন কন্ডিশনে খেলা হবে। বেশির ভাগ ড্রপ-ইন উইকেটে খেলা হতে পারে। আমাদের বেশির ভাগ ক্রিকেটারের যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কম। ওখানে গিয়ে নতুনভাবে মানিয়ে নিতে হবে।’

যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। ২০ ওভারের বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে ও ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কে। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দুটি সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপের মূল আসরে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে প্রস্তুতি হিসেবে। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, মূল টার্গেট বিশ্বকাপ। ডান হাতি পেসার স্পষ্ট করে জানিয়েছেন, দলের মূল টার্গেট বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি, ‘আমাদের মূল টার্গেট বিশ্বকাপ। দেখেন আমরা ক্রিকেটাররা যেখানেই খেলতে নামি, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই; কন্ডিশন, প্রতিপক্ষ, কার সঙ্গে, কখন খেলতেছি। আমরা যখন যেখানে খেলতে নামি, সেরাটাই দিই।’

টি-২০ বিশ্বকাপের এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। তবে ২৫ মে’র মধ্যে ঘোষণা করতেই হবে। তাই ১৫ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে ক্রিকেট বোর্ড।

 

সর্বশেষ খবর