শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

বকেয়া ২ কোটি টাকা পাবেন জামাল

ক্রীড়া ডেস্ক

বকেয়া ২ কোটি টাকা পাবেন জামাল

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ঘরোয়া আসরে অংশ নেন জামাল ভূঁইয়া। গত বছর তৃতীয় বিভাগের দল সোলদা মারোতে খেলতে যান তিনি। চার ম্যাচে দুই গোল করে দেড় বছরের চুক্তির অল্প দিনের মাথায় ক্লাব ছেড়ে আসতে হয়েছে। চুক্তি মোতাবেক কোনো বেতন না পাওয়ায় জামাল ক্লাব ছাড়তে বাধ্য হন। এরপরই ফিফার কাছে লিখিত নালিশ করেন বকেয়া টাকা পাওয়ার জন্য। জামালের পক্ষেই রায় এসেছে। অর্থাৎ সোলদা মারো ক্লাবকে ফিফা নির্দেশ দিয়েছে জামালের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। আর্জেন্টাইন ক্লাবকে সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার। বাংলাদেশি অর্থে যা পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৯০ লাখ ২ হাজার ৯৮০ টাকার মতো। ১২ হাজার ডলার করে জামালের সাত মাসের বেতন রয়েছে। সঙ্গে পাঁচ শতাংশ ইন্টারেস্টও যোগ হবে। অংকের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ হাজার ২০০ ডলারে। এ ছাড়া ফিফার আইন ভঙ্গ করায় আরও ৭১ হাজার ২২০ ডলার দিতে হবে। সেখানেও ইন্টারেস্ট যোগ হয়েছে। ৪৫ দিনের মধ্যে আর্জেন্টাইন ক্লাবকে এই অর্থ জামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ফিফা।

অবশ্য রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ পাচ্ছে ক্লাবটি।

সর্বশেষ খবর