শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

৫৯ বছরের পুরনো রেকর্ড ভাঙল লেভারকুজেন

ক্রীড়া ডেস্ক

৫৯ বছরের পুরনো রেকর্ড ভাঙল লেভারকুজেন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৫৯ বছরের পুরনো রেকর্ড এককভাবে নিজেদের দখলে নিল জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। বৃহস্পতিবার তারা উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে। এ ড্রয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়ল লেভারকুজেন। ইউরোপে সব প্রতিযোগিতা মিলে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকল তারা। এতদিন টানা ৪৮ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটা দখলে রেখেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। তারা ১৯৬৩ সালের ডিসেম্বর থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অপরাজিত ছিল।

বায়ার লেভারকুজেন মৌসুমজুড়ে অপরাজিত থাকার এক নতুন মাইলফলক স্থাপন করার পথে ছুটছে।  বুন্দেসলিগায় ম্যাচ বাকি দুটি। জার্মান কাপের ফাইনালে খেলবে এক ম্যাচ। ইউরোপা লিগের ফাইনালে এক ম্যাচ। আর চার ম্যাচ অপরাজিত থাকলেই অকল্পনীয় এক রেকর্ডের মালিক বনে যাবে দলটি। গত বৃহস্পতিবার লেভারকুজেনের অপরাজিত থাকার রেকর্ডটা শেষ করতে যাচ্ছিল রোমা। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ইতালিয়ান ক্লাবটি ২-০ গোলে এগিয়ে ছিল। তবে ৮২ মিনিটে জিয়ানলুকার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লেভারকুজেন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+৭) স্ট্যানিসিচের গোলে সমতায় ফেরে তারা।

সর্বশেষ খবর