শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মনোয়ার হক

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে বসুন্ধরা কিংস ইতিহাস লিখেই চলেছে। যা উপমহাদেশের কোনো ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। আজ আরেক ইতিহাস গড়তে পারে বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংস। ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ তারা নিজেদের ১৫তম ম্যাচ খেলতে নামবে। দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। জিতলে আজই কিংসের টানা পঞ্চম শিরোপা নিশ্চিত হয়ে যাবে। ১৬ ম্যাচে তাদের অ্যাকাউন্টে জমা হবে ৪০ পয়েন্ট। তখন বাকি তিন ম্যাচে পুলিশ এফসি, রহমতগঞ্জ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছে হারলেও কিংসের শিরোপা বদল হবে না। বিকাল ৪টায় গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

চলতি লিগে কিংস একমাত্র ম্যাচ হেরেছে মোহামেডানের কাছে। তাও আবার ঘরের মাঠ কিংস অ্যারিনায় কিংসের হার না মানা রেকর্ডটিও ভেঙে দেয় সাদা-কালোরা। সমান ম্যাচে অংশ নিলেও এখনো লিগে একমাত্র অপরাজিত মোহামেডানই। আজ জিতলে কিংসের শুধু শিরোপা-ই নিশ্চিত হবে না, মোহামেডানের অপরাজেয়র রেকর্ডও ভেঙে যাবে। চার ম্যাচে কিংসের মতো দল ৩ পয়েন্ট পাবেই তা নিশ্চিত। তবে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবকে হারিয়ে শিরোপা জেতার অনুভূতিটাই আলাদা। ২০১৮-১৯ মৌসুমে বসুন্ধরা কিংসের অভিষেকের ম্যাচে প্রতিপক্ষ ছিল মোহামেডান। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সেই ম্যাচে কিংস ৫-২ গোলে জয় পেয়েছিল।

পেশাদার লিগে অভিষেক আসরেও কিংসের প্রথম শিরোপা নিশ্চিত হয়েছিল দ্বিতীয় লেগে মোহামেডানের সঙ্গে ড্র করে। ম্যাচটি ছিল ওই সময়ে বসুন্ধরার হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। আজ আবার মোহামেডানের হোম ভেন্যু রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে টানা পঞ্চম শিরোপা নিশ্চিত করতে নামছেন অস্কারের শিষ্যরা। তবে তা সম্ভব হবে জিতলেই। পারবে কি কিংস না অপেক্ষায় থাকতে হবে? প্রথম লেগে মোহামেডানের কাছে হার ও শেখ রাসেলের বিপক্ষে ড্র করে ১৪ ম্যাচে ৫ পয়েন্ট হারালেও কিংস এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে।

এটা ঠিক প্রতিপক্ষ মোহামেডান বলে রবসনদের মাঠে বিশেষ সতর্ক থাকতে হবে। আগে দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও পুলিশের বিপক্ষে ড্র করলেও আজ পয়েন্ট পেতে দিয়াবাতেরা মরিয়া হয়ে লড়বেন। কেননা এখনো তাদের রানার্সআপ হওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে।

অন্যদিকে ঢাকা আবাহনীকে হারিয়ে কিংস উজ্জীবিত। রবসন, ফিগেরা, ডরিয়েলটন, রাকিব, বিশ্বনাথ ও সোহেল রানারা দুর্দান্ত ফর্মে রয়েছেন। সবাই মিলে সেরাটা দিতে পারলে আজই শিরোপা নিশ্চিত করাটা কিংসের জন্য কঠিন হবে বলে মনে হয় না। তবে এটাও খেয়াল রাখতে হবে মোহামেডানের তারুণ্যের নৈপুণ্যও প্রশংসিত হচ্ছে। ঘরোয়া ফুটবল ইতিহাসে কোনো ক্লাবই অভিষেকে টানা দুবার লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি। সেখানে টানা পাঁচের প্রসঙ্গ তোলার প্রয়োজনই নেই। আজ চ্যাম্পিয়ন হওয়া মানে সাড়ে পাঁচ মৌসুমে কিংস ফুটবলে ১০ শিরোপা জেতে নেবে। এর মধ্যে স্বাধীনতা কাপ তিনবার ও ফেডারেশন কাপ দুবার রয়েছে। তাছাড়া এবার ট্রেবল জেতার সম্ভাবনা রয়েছে। ফুটবলে অল্প দিনের মধ্যে কিংস যেন রেকর্ডের হিমালয় গড়তে যাচ্ছে।

সর্বশেষ খবর