শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা
শেখ রাসেল-রহমতগঞ্জ ড্র

রানার্সআপ হওয়াটাই কঠিন আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। অথচ এ জায়ান্ট দলই টানা পাঁচ মৌসুম শিরোপার বাইরে। এবার কিঞ্চিত যে সম্ভাবনাটুকু ছিল তা-ও শেষ হয়ে যায় আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরে। গতকাল পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করায় রানার্সআপ হওয়াটা কঠিন হয়ে গেল। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। ১৪ ম্যাচে ঢাকা মোহামেডানের সংগ্রহ ২৮। অর্থাৎ ৩৭ পয়েন্টে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের কাছে আজ যদি হেরেও যায়, আবাহনীর চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থাকবে মোহামেডান। গতকাল গোপালগঞ্জে ম্যাচের ৯ মিনিটে কর্নেলিয়াসের গোলে আবাহনী এগিয়ে যায়। ৮৭ মিনিটে গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেলের ভুলে গোল খেয়ে বসে আবাহনী। পুলিশের এম এস বাবলু সমতা ফেরান। এদিকে মুন্সীগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচের ৫৬ মিনিটে আর্নেস্ট বোটেঙের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৬২ মিনিটে বালাবানোভিচের গোলে সমতায় ফেরে শেখ রাসেল।

সর্বশেষ খবর