রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হয়েছে যোগ্য দল

শেখ মো. আসলাম

চ্যাম্পিয়ন হয়েছে যোগ্য দল

অর্থ খরচ কিংবা শক্তিশালী দল গড়লেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। এর জন্য লাগে মেধা, ডিসিপ্লিন, পরিশ্রম ও শক্ত ম্যানেজমেন্ট। এর সবই রয়েছে বসুন্ধরা কিংসের। তাইতো তারা আবারও দেশের ফুটবলে সর্বোচ্চ আসর পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন কিংসের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের। মোহামেডানকে হারিয়ে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হলো। এ এক বিরল রেকর্ড। অন্যদের সরিয়ে কিংসই এখন দেশের ফুটবল কিং আবারও তা প্রমাণ হলো। অনেকে বলেন, কিংসের বারবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রহস্যটা কি? আমি বলব না হওয়ার কোনো যৌক্তিকতা দেকছি না। সেরা হতে যা যা দরকার তা সবই রয়েছে কিংসের। মাঠে শুধু সেরা খেলোয়াড় নয়, ম্যানেজমেন্টে দক্ষ সংগঠক রয়েছেন। সভাপতি ইমরুল হাসান যেভাবে ক্লাব পরিচালনা করছেন তা অন্যদের কাছে শিক্ষণীয়। বসুন্ধরা কিংসে তেমন পরিচিত বা চেনা সংগঠক নেই। অথচ সততা ও মেধা থাকলে অসম্ভবকে সহজে সম্ভব করা যায় তা তারা নজির স্থাপন করেছেন। ফুটবল ফেডারেশনে তো অনেক পরিচিত মুখ রয়েছেন। কাউকে আবার সুপারস্টারও বলা হয়। কই তারা এমন কিছু কি করতে পেরেছেন যা প্রশংসা পাবার যোগ্য। বসুন্ধরা কিংস অভিষেক থেকেই লিগে শিরোপা জিতে চলেছে। এখানে অবাক হওয়ার কিছু নেই। যোগ্যতাই কিংসকে বারবার সাফল্য এনে দিচ্ছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায় এমন একটি পূর্ণ পেশাদারি দল গঠনের জন্য। যা পার্শ্ববর্তী দেশগুলোকেও চমকে দিচ্ছে।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে। তিনি শুধু সেরা ক্লাব উপহার দেননি। দেশের ফুটবল উন্নয়ন ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। সুন্দর একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলেছেন। যা দেশের খেলাধুলার উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

সর্বশেষ খবর