রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

হ্যাটট্রিকে সবার ওপরে রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিকে সবার ওপরে রোনালদো

বয়স বাড়লেও গতি কমছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং আগের চেয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দারুণ ছন্দে আছেন পর্তুগিজের এ বিশ্বখ্যাত ফুটবলার। এখন ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সঙ্গে আছে চারটি হ্যাটট্রিকও। সব মিলিয়ে সৌদির ক্লাবের হয়ে হ্যাটট্রিকের সংখ্যা ৬। এ পরিসংখ্যানই বলে দেয়, রোনালদোর ভয়ংকর রূপ কমেনি। শুধু আল নাসরের হয়ে নয়, এ শতকের পুরোটা জুড়ে দেশ ও ক্লাবের হয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬-এ। ক্লাবের হয়ে ৫৬টি। আর শীর্ষ ১০ লিগ বিবেচনা করলে ট্রান্সফার মার্কেটের হিসাবে রোনালদোর হ্যাটট্রিক ৯৪৯ ম্যাচে ৫০টি; যা এ শতকে সর্বোচ্চ।

শীর্ষ ১০ লিগে এ শতকে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৮৫৩ ম্যাচে ৪৮। রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও মেসি ম্যাচ কম খেলেছেন। তৃতীয় স্থানে আছেন সুয়ারেজ। শীর্ষ ১০ লিগে ৬৯৫ ম্যাচে হ্যাটট্রিক ২৭টি।

 

সর্বশেষ খবর