রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ বাংলাদেশের

আগামী মাসে টি-২০ বিশ্বকাপ। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ খেলবে ২০ ওভারের বিশ্বকাপে। বিশ্বকাপের পাঁচ মাস পর ২ টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। এরপর ওয়ানডে সিরিজ। সবার শেষে টি-২০ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। নাজমুল শান্তরা সর্বশেষ ক্যারিবীয় সফর করেছিল ২০২২ সালের নভেম্বর। সফরে প্রথম টেস্ট অ্যন্টিগায় ২২-২৬ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর জ্যামাইকায়। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ সেন্ট কিটসে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। টি-২০ সিরিজের তিন ম্যাচ সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, ডালাসে শ্রীলঙ্কা, ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ সেন্ট কিটসে।   

২৯ মাস পর ক্যারিবীয় সফরে যাবে টাইগারা। ২০২২ সালে সর্বশেষ যখন সফর করেছিল, তখন টেস্ট ও টি-২০ সিরিজ হেরেছিল এবং ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। টাইগাররা দুই টেস্ট হেরেছিল যথাক্রমে ৭ ও ১০ উইকেটে। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল। বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৬, ৯ ও ৪ উইকেটে। ৩ ম্যাচের টি-২০ সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। শেষ দুটিতে ওয়েস্ট ইন্ডিজ জয় যথাক্রমে ৩৫ রান ও ৫ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পরপর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে নাজমুল বাহিনী। এরপর ভারত সফরে খেলবে দুটি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ। সব মিলে চলতি বছর ব্যস্ত সূচিতে ঠাঁসা বাংলাদেশের ক্রিকেট।

সর্বশেষ খবর