রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

অবসরের ঘোষণা অ্যান্ডারসনের

ক্রীড়া ডেস্ক

জেমস অ্যান্ডারসন অবশেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন। ইংল্যান্ডের ৪১ বছর বয়স্ক ফাস্ট বোলার অ্যান্ডারসন ক্যারিয়ারের শেষ খেলবেন চলতি বছরের ১০ জুলাই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে সবচেয়ে বেশি ৭০০ উইকেট নেওয়া অ্যান্ডারসনের ক্যারিয়ার শুরু ২১ বছর আগে ২০০৩ সালে লর্ডসে। তার চেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরলিধলনের ৮০০ ও শেন ওয়ার্নের ৭০৮টি। ইংলিশ পেসার প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্তের কথা জানান। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অ্যান্ডারসনের অবসরের সিদ্ধান্তের কথা জানায়। ফাস্ট বোলার আনুষ্ঠানিক ঘোষণায় লেখেন, ‘লর্ডসে গ্রীষ্মের প্রথম ম্যাচটিই আমার শেষ টেস্ট হতে যাচ্ছে। যে খেলাটা আমি শৈশব থেকে ভালোবাসতাম, সেটিতে অবিশ্বাস্য ২০ (২১) বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামাটা আমি মিস করব। তবে আমি জানি, এখনই সরে যাওয়ার উপযুক্ত সময়। অন্যদেরকে সুযোগ দেওয়াটা সিনিয়রদের উচিত।’ শুধু পেস বোলারই নয় ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট অ্যান্ডারসনের।

সর্বশেষ খবর