শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের চোখ এখন ফেডারেশন কাপে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে পেশাদার ফুটবল আগমনের পর শেখ রাসেল ক্রীড়াচক্রই প্রথম ট্রেবল অর্থাৎ এক মৌসুমে তিন ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছে। ২০১২-১৩ মৌসুমে তারা লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়। এবার সেই সুযোগটি এসেছে কিংসের সামনে। স্বাধীনতা কাপের পর শনিবার লিগ শিরোপা নিশ্চিত করেছে। ফেডারেশন কাপ জিতলে ট্রেবলের আশা পূরণ হবে।

কাজটি বাস্তবে রূপ দেওয়া সহজও নয়। আগামীকাল গোপালগঞ্জে  ফেডারেশন কাপে দ্বিতীয় সেমিতে বসুন্ধরা কিংসকে জিততে হবে আবাহনীর বিপক্ষে। চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ও লিগের দুই লেগেই আবাহনীকে হারিয়েছে কিংস। গতবারের মতো ট্রফিশূন্য অবস্থায় মৌসুম শেষ না হয় তা টিকিয়ে রাখতে সেমিতে জিততে আবাহনী মরিয়া হয়ে লড়বে। যারাই জিতুক ২১ মে ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে। লিগ জেতার পর কিংসের চোখ ফেডারেশন কাপের দিকেই। সেমিতে জিতে ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমটা ষোলআনা সার্থকভাবে শেষ করতে চায় তারা।

সর্বশেষ খবর