সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

পঞ্চম ম্যাচের আগের রাতেও জানা যায়নি তাসকিন আহমেদ খেলবেন না। খেলা শুরুর আগে টিম ম্যানেজমেন্ট জানায়, মাংসপেশির ইনজুরিতে ডানহাতি ফাস্ট বোলারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে হারের ম্যাচ খেলেননি সিরিজ সেরা পেসার। তার এই না খেলা ও ইনজুরি উদ্বিগ্ন করেছে টিম ম্যানেজমেন্টকে। তাকে নিয়ে টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা। কিন্তু তার ইনজুরিতে সেটা পিছিয়েছে। গতকাল রাতে স্ক্যানিংয়ের কথা ছিল। সেই রিপোর্টের ওপর নির্ভর করছে ডানহাতি ফাস্ট বোলারের বিশ্বকাপ খেলা। আজ জানা যাবে রিপোর্টের রেজাল্ট। তাসকিনের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ম্যাচের আগে মাংসপেশির ইনজুরিতে পড়েছেন তাসকিন।’ দলের স্ট্রাইক বোলারের ইনজুরি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তাসকিনের ইনজুরির খবর নিচ্ছি। খোঁজ নিয়ে জেনেছি ওর ইনজুরি আছে। সকালে রিপোর্টটা পাওয়ার পর দেখতে হবে কতদিন লাগবে।  সাধারণত ২-৩ সপ্তাহ বিশ্রাম দেয়। যদি ২-৩ সপ্তাহ হয়, আমরা দেখব ঠিক করার কোনো সুযোগ আছে কি না। দরকার হলে যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলব। আমরা রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করি।’ ওয়ানডে বিশ্বকাপে কাঁধের ইনজুরি নিয়ে খেলেছেন। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলেননি। বিপিএল দিয়ে খেলায় ফেরেন। ডিপিএল খেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৪ ম্যাচে ৮ উইকেট নেন তাসকিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর