মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

কিংস-আবাহনীর ফাইনালে ওঠার লড়াই

চলতি মৌসুমে শেষবারের মতো মুখোমুখি দুই জায়ান্ট ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

কিংস-আবাহনীর ফাইনালে ওঠার লড়াই

দেশের ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী এক মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছে। স্বাধীনতা কাপ সেমিফাইনাল ও পেশাদার লিগে দুই লেগের লড়াইয়ে কিংস জয়ী হয়েছে। এক মৌসুমে এক দলের কাছে টানা তিনবার পরাজিত হওয়াটা আবাহনীর মতো দলের জন্য লজ্জার। চলতি মৌসুমে আজ আবার শেষবারের মতো মুখোমুখি দুই জায়ান্ট ক্লাব। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপ সেমিফাইনালের লড়াই। যারা জিতবে তারাই ২১ মে ময়মনসিংহে ফাইনালে ঢাকা মোহামেডানের বিপক্ষে লড়বে। নকআউট পদ্ধতির ম্যাচে ফল আসবেই। তাই প্রশ্ন একটাই, জিতবে কে-বসুন্ধরা কিংস নাকি ঢাকা আবাহনী? বিকাল ৩টায় ম্যাচটি শুরু হবে। ভিন্ন লক্ষ্য নিয়ে দুই জায়ান্ট আজ মাঠে নামবে। কিংসের রেকর্ড আর আবাহনীর শূন্যতা কাটানো। মৌসুমের প্রথম ট্রফি স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিগও জিতে নিয়েছে কিংস তিন ম্যাচ আগে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলে শেখ রাসেল ক্রীড়া চক্রের ট্রেবল জেতার রেকর্ড স্পর্শ করতে পারবে। পেশাদার ফুটবলে যাত্রার পর শেখ রাসেলই প্রথম দল হিসেবে ২০১২-১৩ মৌসুমে ফেডারেশন কাপ, লিগ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে এক মৌসুমে তিন ট্রফি জেতার রেকর্ড গড়েছে। অবশ্য স্বাধীনতার পর ও পাকিস্তান আমল মিলিয়ে মোহামেডানের তিনবার ট্রেবল জেতার কৃতিত্ব রয়েছে। কিংসের সামনে এখন সেই রেকর্ড স্পর্শের হাতছানি। আজ আবাহনীকে হারালেই চলবে না, ফাইনালে জিততেই হবে। অতীতে যা-ই ঘটুক এবার সুযোগ আর হাতছাড়া করতে চায় না কিংস। লিগ জিতে তারা আত্মবিশ্বাসী। আজ তা ধরে রেখে আবাহনীকে হারাতে প্রাণ দিয়ে লড়বে। অন্যদিকে গত মৌসুমে ট্রফিশূন্য ছিল। এবার তা কাটাতে আবাহনীও জয় পেতে মরিয়া হয়ে লড়বে। সেমিতে জেতার পর ফাইনালে জিতলেও অন্তত এক ট্রফি ঘরে তোলার সান্ত্বনা থাকবে তাদের। তা ছাড়া আরেক লজ্জার রেকর্ডও অপেক্ষা করছে তাদের জন্য। যদি আজ হেরে যায় তাহলে কিংসের কাছে পরাজয়ের ডাবল হ্যাটট্রিক পূর্ণ হবে।

সর্বশেষ খবর