বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলবেন পাঁচ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ স্কোয়াডে ২০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সব ক্রিকেটারের। পাঁচ তরুণ ক্রিকেটার তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও তানজিদ তামিম প্রথমবারের মতো ২০ ওভারের বিশ্বকাপে খেলবেন। ২০২১ সালের পর টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন বর্ষীয়ান ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে তানজিদ তামিম বাঁ হাতি ওপেনার। এর আগে তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক। ৫ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১৬০ রান করেন তানজিদ। জিম্বাবুয়ে সিরিজে ডান হাতি পেসার তানজিম সাকিব ২ ম্যাচে ১ উইকেট নেন। ক্যারিয়ারে ৪ ম্যাচে উইকেট নিয়েছেন ৩টি। লেগ স্পিনার রিশাদ ৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৫টি। ক্যারিয়ারে ১৪ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। বাঁ হাতি স্পিনার তানভীর জিম্বাবুয়ে সিরিজে ২ ম্যাচে উইকেট নেন ১টি। ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৪ ম্যাচে ৩টি। উইকেটরক্ষক জাকের ৫ ম্যাচে ৮৪ রান করেন। ক্যারিয়ারে ১১ ম্যাচে রান করেছেন ১৯৭।

 

সর্বশেষ খবর