শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের পথে টাইগাররা

প্রস্তুতি ভালো হয়েছে। চট্টগ্রামের ক্যাম্পটি ভালো ছিল। জিম্বাবুয়ে সিরিজের পাঁচ ম্যাচে অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু কিছু জায়গা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। তবে সব মিলিয়ে ভালোই হয়েছে -- হাতুরাসিংহে, কোচ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের পথে টাইগাররা

ফটোসেশন

তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা থাকলেও হালকা বাতাস ছিল। সেই গরমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চিরচেনা মাঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরে কথা বলছেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদসহ সদস্যরা। বিসিবি সভাপতি কিছু একটা বললে হেসে ওঠেন ক্রিকেটাররা। মুহূর্তটি টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনের আগে। এরপরই অফিশিয়াল ব্লেজার পরে দুপুরে ফটোসেশন করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। গতকাল মধ্যরাতে টি-২০ বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে ঢাকা ছাড়ে নাজমুল বাহিনী। অবশ্য ২ জুন টি-২০ বিশ্বকাপ শুরুর আগে টাইগাররা ২১, ২৩ ও ২৫ মে ৩টি প্রস্তুতি টি-২০ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের ডালাসে। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চার খেলা-ডালাসে ৮ জুন শ্রীলঙ্কা, নিউইয়র্কে ১০ জুন দক্ষিণ আফ্রিকা, সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপ সামনে রেখে গত পরশু ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলের অধিনায়ক নাজমুল শান্ত ও সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। ফটোসেশন শেষে মিডিয়ার মুখোমুখিতে দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন টাইগার কোচ হাতুরাসিংহে, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। চট্টগ্রামের ক্যাম্পটি ভালো ছিল। জিম্বাবুয়ে সিরিজের পাঁচ ম্যাচে অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু কিছু জায়গা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। তবে সব মিলিয়ে ভালোই হয়েছে।’

বিশ্বকাপ খেলতে যাওয়া দুই সাবেক অধিনায়ক সাকিব ও মাহমুদুল্লাহ ছাড়া বাকি সবাই তরুণ। দলের অধিনায়কও তরুণ। নাজমুল গতকাল ফটোসেশন করেন দুই পাশে দুই সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহকে নিয়ে। দুজনের কাছেই অনেক চাওয়া বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টাইগার অধিনায়ক দুই সিনিয়র ক্রিকেটারের কাছে দলের চাওয়া নিয়ে বলেন, ‘সাকিব ভাই ও মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি কিছু চাই না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, যার যে ভূমিকা, সেটা যদি পালন করেন, তাহলেই দল অনেক উপকৃত হবে। আমি চাইব ওনাদের অভিজ্ঞতা প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে দিন।’

টাইগারদের গ্রুপে চার দল। টেস্ট ক্রিকেট দল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা এবং আইসিসি সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডস। শক্তিমত্তার বিচারে নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর স্বপ্ন দেখছেন ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পরিকল্পনা করছে টাইগাররা। শক্তিশালী গ্রুপ থেকে টাইগার কোচ চাইছেন প্রথম পর্ব টপকাতে, ‘আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা জানি, দেশবাসীর প্রত্যাশা অনেক। আমাদেরও তাই। আমাদের প্রথম টার্গেট, পর্ব পার করা। আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে।’ টাইগার অধিনায়ক নাজমুলও গ্রুপ পর্ব ডিঙাতে চান, ‘বাংলাদেশের সবার মতো আমরা প্রত্যাশাও একই রকম। আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমাদের গ্রুপটা খুব সহজ নয়। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

গত পরশু নির্বাচক প্যানেল দল ঘোষণার সময় সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কারণ জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। একই সঙ্গে তানজিম হাসান সাকিবকে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন ও তানজিম সাকিবের বিষয়ে কথা বলেন টাইগার অধিনায়ক নাজমুল, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। তানজিম সাকিব একটু জোরে বল করে সাইফুদ্দিনের চেয়ে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি সে চাপের মুখে ভালো করে। সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’ দলে চমক নেই। তারপরও ছন্দ হারানো লিটন দাসকে সুযোগ দিয়েছে নির্বাচক প্যানেল। এরও ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গেছে। আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’

 

 

সর্বশেষ খবর