শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

শিরোপার আরও কাছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

শিরোপার আরও কাছে ম্যানসিটি

মাঠে লড়ছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম। অথচ চোখ ফেলে রেখেছিল আর্সেনাল। কারণ ম্যানসিটি হারলে শিরোপার দরজা অনেকটাই খুলে যাবে তাদের। সে আশার গুড়ে বালি। গুরুত্বপূর্ণ লড়াইয়ে টটেনহামকে হারিয়ে শিরোপার আরও কাছে চলে এলো ইংলিশ জায়ান্টরা। প্রথমার্ধে সমানতালে লড়ে টটেনহাম ভালোই জবাব দিচ্ছিল। দ্বিতীয়ার্ধে আর কুলিয়ে উঠতে পারল না। ম্যানসিটি ২-০ গোলে জিতে আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে গেল। ১৯ মে দুর্বল ওয়েস্টহামকে হারালেই টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হবে তারা। আর্সেনালের সুযোগ থাকবে ম্যানসিটি হোঁচট খেলে। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পেপ গার্ডিওলার দল। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮৬। ৩১ ম্যাচ থেকে ম্যানসিটি পয়েন্ট না হারালেও টটেনহামকে নিয়ে বাড়তি চাপে ছিল সিটি। ২০১৯ সালে টটেনহামের নতুন স্টেডিয়ামে ফুটবল গড়ানোর পর লিগে জিততে পারেনি তারা। আর্সেনাল হয়তো ভেবেছিল টটেনহাম সিটিকে রুখে দিয়ে তারা সুবিধাজনক স্থানে চলে যাবে। তা আর হতে দেননি আর্লিং হল্যান্ড। তার জোড়া গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। ৫২ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে রাখেন হল্যান্ড। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন নরওয়ের এই তারকা ফুটবলার। লিগে এটি তার ২৭তম গোল।

সর্বশেষ খবর