শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

মাহমুদুল্লাহ-সাকিবের কাছে অধিনায়কের চাওয়া

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল্লাহ-সাকিবের কাছে অধিনায়কের চাওয়া

সাকিব আল হাসান ও মাহমুল্লাহ রিয়াদ; বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার। দুজনেই সাবেক অধিনায়ক। দুজনেই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন সাকিব। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন। এবারও তিনি দলের অন্যতম ভরসা। দুই সিনিয়র ক্রিকেটারকে দুই পাশে বসিয়ে গতকাল ফটোসেশন করেন টাইগার অধিনায়ক। এরপর মিডিয়ার মুখোমুখিতে দুই সিনিয়র ক্রিকেটারের কাছে চাওয়া নিয়ে কথা বলেন, ‘সাকিব ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি কিছু চাই না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, তাদের যার যে ভূমিকাটা আছে, সেটা যদি ওনারা করতে পারেন, তাহলেই দল অনেক উপকৃত হবে।’

সর্বশেষ খবর