বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

টাইগারদের শুভকামনা জানালেন নিগার

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের শুভকামনা জানালেন নিগার

আগামী অক্টোবরে বাংলাদেশে বসছে ১০ জাতির নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। স্বাগতিক দল হিসেবে খেলবে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। গতকাল বসুন্ধরা অ্যারিনায় নিগার বাহিনীর সঙ্গে ক্রিকেট খেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় মিডিয়ার মুখোমুখিতে   নাজমুল হোসেন শান্তদের শুভকামনা জানান নারী দলের অধিনায়ক, ‘টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করুক, এই কামনা করি।’ গতকাল মধ্যরাতে নাজমুল শান্তের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২ জুন শুরু হবে ২০ দলের টি-২০ বিশ্বকাপ।

নাজমুল বাহিনী দুটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র্রে এবং দুটি খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। এ ছাড়া প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র্রে টি-২০ ম্যাচ খেলবে ৩টি। বিশ্বকাপে দুই তরুণ টাইগার ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়ের জন্যও শুভকামনা জানিয়েছেন, ‘ইদানীংকালে তৌহিদ হৃদয় ও তানজিদ তামিম ভালো ক্রিকেট খেলছেন। তাদের জন্য শুভকামনা রইল।’

সর্বশেষ খবর