শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন জুভেন্টাস

ক্রিস্টিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকে শিরোপাশূন্য ছিল জুভেন্টাস। গত ৩ বছর ইতালির কোনো শিরোপা জেতেনি দলটি। সর্বশেষ শিরোপা উৎসব করেছিল ২০২০-২১ মৌসুমে। এরপর ইন্টার মিলান, এসি মিলানের সঙ্গে পেরে ওঠেনি। অবশেষে চলতি মৌসুমে ফের শিরোপা উৎসব করার সুযোগ পেয়েছে ক্লাবটির দর্শকরা। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রির কোচিংয়ে জিতেছে কোপা ইতালিয়া কাপ। ফাইনালে জুভেন্টাস দুসান ভøাহোভিচের একমাত্র গোলে হারিয়েছে আটলান্টাকে। ২০২০-২১ মৌসুমে জুভেন্টাস ইতালিয়ান কাপের ফাইনালেও ২-১ গোলে হারিয়েছিল আটলান্টাকে। দলটি সর্বশেষ সিরি-এ শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে।

এবার লিগে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। জুভেন্টাস ইতালির সবচেয়ে সফল ক্লাব। ইতালিয়ান কাপ জিতেছে ১৫ বার। সবমিলিয়ে ফাইনাল খেলেছে ২২ বার। ইতালির ফুটবল ইতিহাসে আলেগ্রি একমাত্র কোচ হিসেবে ৫টি ইতালিয়ান কাপ জিতেছেন। ৪ বার করে জিতেছেন সভেন-গোরান এরিকসেন ও রবের্তো মানচিনি।

সর্বশেষ খবর