শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

হিউস্টনে নাজমুল বাহিনী

ক্রীড়া প্রতিবেদক

হিউস্টনে নাজমুল বাহিনী

টি-২০ বিশ্বকাপ একেবারেই সন্নিকটে। দিনের হিসাবে মাত্র ১৫ দিন পর শুরু। বিশ্বকাপে অংশ নিতে গতকাল ভোরে হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। হিউস্টনের ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিনটি টি-২০ ম্যাচ খেলবেন নাজমুলরা। এরপর নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ১ জুন ভারতের বিপক্ষে আইসিসির অফিশিয়াল ওয়ার্ম টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। ২ জুন শুরু টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। ১০ জুন দ্বিতীয় ম্যাচ নাসাউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াসদের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন। দ্বিতীয় ধাপে বাংলাদেশ গ্রুপ পর্বে দুটি ম্যচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। সহঅধিনাযক তাসকিন আহমেদ। অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভীষণ উত্তেজিত মার্কিন কোচ স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এক সময় বাংলাদেশের কোচ ছিলেন। তিনি ২০১১-১২ পর্যন্ত টাইগারদের কোচ ছিলেন। তার কোচিংয়ে বাংলাদেশ ২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ খেলেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর