শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রফি হাতে পাচ্ছে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচের পর পরই ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি গায়ে উৎসব করেছেন তারা। তবে উৎসবের বেশিরভাগটাই বাকি রেখেছিল কিংস। ঘরের মাঠে আসল উৎসবে মেতে উঠবেন তারা। আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় লিগ ম্যাচে পুলিশ এফসির মুখোমুখি হচ্ছে টানা পাঁচবারের শিরোপাজয়ীরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা গত সপ্তাহেই নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ময়মনসিংহে ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্কার ব্রুজোনের দল। ম্যাচের পর পরই ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি গায়ে উৎসব করেছেন তারা। তবে উৎসবের বেশিরভাগটাই বাকি রেখেছিল কিংস। ঘরের মাঠে আসল উৎসবে মেতে উঠবেন তারা। আজ বসুন্ধরা কিংস অ্যারিনায় লিগ ম্যাচে পুলিশ এফসির মুখোমুখি হচ্ছে টানা পাঁচবারের শিরোপাজয়ীরা। এ ম্যাচের পরই শিরোপা তুলে দেওয়া হবে চ্যাম্পিয়নদের হাতে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান রবসনদের শিরোপা তুলে দিবেন। থাকবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সহসভাপতি ইমরুল হাসানসহ আরও অনেকে।

বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে এসেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। ফুটবলের উন্নয়নে গত ছয় বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ক্লাবটি। অভিষেকের পর থেকে টানা লিগ শিরোপা জয় করে চলেছে। এশিয়ান ফুটবলের জন্য এক বিরল ঘটনারই জন্ম দিয়েছে তারা।

লিগ শিরোপা নিশ্চিত করে গত সপ্তাহেই বসুন্ধরা কিংসের তারকা ফুটবলার রাকিব হোসেন বলেছিলেন, আসল উৎসবটা হবে আমাদের মাঠে। বসুন্ধরা কিংস অ্যারিনায়। ঘরের মাঠ ছাড়া শিরোপা উৎসবে পূর্ণতা পায় না। এই তো কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ লিগ শিরোপা নিশ্চিত করল অ্যাওয়ে ম্যাচে। ঘরের মাঠে খেলতে নেমেই তারা শিরোপা উৎসবটা করল প্রাণ খুলে। বসুন্ধরা কিংসও তাই করবে। আজ দ্য গ্রোয়িং আপ ক্লাবের ছেলেরা ফুটবল খেলে বিনোদন দিবেন কিংস সমর্থকদের। সমর্থকরা তো রঙিন করে তুলবেন চারপাশ। থাকবে আতশবাজিও। বসুন্ধরা কিংসের এ উদযাপনে যোগ হবেন হাজার হাজার সমর্থক। এর আগেও উৎসব করেছে বসুন্ধরা কিংস। অভিষেকের পর থেকে টানা চারবার লিগ শিরোপা জিতে দেশের ফুটবলে এক অনন্য নজির গড়েছে গত মৌসুমেই। এবার জিতল টানা পাঁচ লিগ শিরোপা।

 

 

সর্বশেষ খবর