সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

বড় ট্রফি না জেতার আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক

বড় ট্রফি না জেতার আক্ষেপ

জিমনেশিয়ামে নাজমুল, সাকিবরা

প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে হিউস্টন পৌঁছান নাজমুল, সৌম্য, মাহমুদুল্লাহ, সাকিব, মুস্তাফিজরা। যুক্তরাষ্ট্রের এ শহরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সিরিজের আগে ১৫০ কিলোমিটার গতির ঝড়ে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের অস্থায়ী কাঠামো ভেঙে গেছে। অনেকেই ধারণা করছেন, এতে টি-২০ সিরিজ বাধাগ্রস্ত হবে। আশার কথা, ঝড়ে মাঠের কোনো ক্ষতি হয়নি। উইকেট ঠিক আছে। সুতরাং খেলা বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি যখন এমন, তখন রানিং ও জিম করে নিজেদের ফিটনেস ধরে রাখছেন টাইগাররা। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রথম সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুটি ম্যাচ একই সময় ২৩ ও ২৫ মে। বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়ার আগে বিসিবির ভিডিওতে কথা বলেছে। ক্রিকেট বোর্ড সেসব ভিডিও প্রকাশ করছে একে একে। গতকাল বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের ভিডিও বার্তা প্রকাশ করেছে। ছন্দে থাকা ‘কাটার মাস্টার’ সেই বার্তায় নিজের একটি আক্ষেপের কথা জানিয়েছেন। ক্যারিয়ারে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে শিরোপা জিতেছেন। ২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন জাতির ট্রফি জিতেছেন। কিন্তু বিশ্ব ক্রিকেটে জিততে পারেননি বড় কোনো ট্রফি। এ আক্ষেপ মুস্তাফিজকে পোড়াচ্ছে, ‘ভালো করার তো শেষ নেই। চেষ্টা করব আগে যা করেছি, সেটা থেকে আরও ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়ার সেই হয়, যে বড় ইভেন্টগুলো জিতে, বড় ট্রফি জিতে।’

৯ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের অপরিহার্য ক্রিকেটার মুস্তাফিজ। ২০১৫ সালে আবির্ভাবের পরই চমকে দেন ক্রিকেট বিশ্বকে। এরপর তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় আইপিএলের দলগুলোতে। ৭ মৌসুম খেলেছেন আইপিএলে। বাঁ হাতি পেসারও দারুণ বোলিং করছেন। মাঝে ছন্দ হারিয়ে ফেলেন। ফিটনেস নিয়ে ঝামেলায় থেকে কিছুদিন দলের বাইরে ছিলেন কাটার মাস্টার। ফিটনেসের জন্য সাদা পোশাক ও লাল বলের টেস্ট খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেলছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বোলিং বিভাগের অন্যতম ভরসা মুস্তাফিজ। তাকে ঘিরে স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইপিএল খেলে ছন্দেও রয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের পক্ষে গ্রুপ পর্বের ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। গত পরশু রাতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের বোলিং অভাব বোধ করেছেন ধোনিরা। টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। খেলছেন ওয়ানডে ও টি-২০। উপভোগ করেন টি-২০ খেলা। তিনি বলেন, ‘আমি টি-২০ খুব উপভোগ করি। এ ফরম্যাটটা বেশ চাপের। এ কারণেই মনে হয় ভালো লাগে আমার। চাপ নিয়ে খেলতে অনেক উপভোগ করি।’ আইপিএলে এবার দারুণ খেললেও জাতীয় দলের পক্ষে কিছুদিন ধরেই ছিলেন ছন্দহীন। এবার বিবিসির অনুমতি নিয়ে আইপিএল খেলে ছন্দে ফেরেন ৯৩ টি-২০ ম্যাচে ১১০ উইকেট নেওয়া মুস্তাফিজ। বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ খেলেছেন মিরপুরে। চতুর্থ ম্যাচে ১৯ রানের খরচে ৩ উইকেট পেলেও পঞ্চম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। আইপিএলে শুরুতেই চেন্নাই সুপার কিংসের হয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজ। ক্রিকেটপ্রেমী অনেকেই মনে করেছিলেন, আইপিএল চেন্নাইয়ের পক্ষে খেলা শেষ করে বিশ্বকাপ খেলবেন। কিন্তু বিসিবি তাকে মাঝ পথে উড়িয়ে আনে। এ নিয়ে কোনো আক্ষেপ নেই মুস্তাফিজের। দেশের পক্ষে খেলাকে সবসময়ই গৌরবের মনে করেন ২৯ বছর বয়সী মুস্তাফিজ। তিনি বলেন, ‘দেশের পক্ষে খেলা গৌরবের বিষয়। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর