সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

রানার্সআপই এখন মর্যাদার লড়াই!

ক্রীড়া প্রতিবেদক

রানার্সআপই এখন মর্যাদার লড়াই!

ফুটবল লিগে বা টুর্নামেন্টে মোহামেডান-আবাহনী ছাড়া অন্য ক্লাব চ্যাম্পিয়ন হবে তা এক সময়ে ভাবায় যেত না। দুই দল মুখোমুখি হওয়া মানেই মর্যাদার লড়াই। ভাগ্যের কি নির্মম পরিহাস। শিরোপার বদলে এখন রানার্সআপ হওয়াটাই তাদের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। চলতি পেশাদার লিগে মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারিনাতে পুলিশের বিপক্ষে খেলে ট্রফি হাতে নিয়ে শিরোপার উৎসবও করেছেন দলের খেলোয়াড় ও সমর্থকরা। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর এটি তাদের পঞ্চম লিগ শিরোপা। রহমতগঞ্জ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে তাদের বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। চ্যাম্পিয়নের ফয়সালা হয়ে গেলেও রানার্সআপ কে হবে তা এখনো অনিশ্চিত। মোহামেডান বা আবাহনী যে কোনো একদল রানার্সআপ হতে পারে। ১৬ ম্যাচে তারা সমানভাবে ২৯ পয়েন্ট সংগ্রহ করেছে। মোহামেডানের ম্যাচ বাকি রয়েছে শেখ জামাল ধানমন্ডি ও আবাহনীর বিপক্ষে। আবাহনী খেলবে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের সঙ্গে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে মোহামেডান দ্বিতীয় স্থান রয়েছে। যে অবস্থা তাতে মনে হচ্ছে দুই দলের শেষ ম্যাচেই নির্ধারিত হবে লিগের রানার্সআপ কে হবে।

যদি লিগ শেষে দুই দলের পয়েন্ট সমান হয় তাহলে গোল ব্যবধানে রানার্সআপ হয়ে যাবে মোহামেডান।

 

 

সর্বশেষ খবর