সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ইতালিয়ান ওপেন জিতলেন শিয়াওতেক

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান ওপেন জিতলেন শিয়াওতেক

মাদ্রিদ ওপেনের পর ইতালিয়ান ওপেনও জিতলেন ইগা শিয়াওতেক। দুই সপ্তাহ আগে মাদ্রিদ ওপেন জিততে ২২ বছর বয়সী পোলিশ তারকা শিয়াওতেকের ঘাম ছুটেছিল। ইতালিয়ান ওপেনে প্রতিপক্ষ অ্যারিনা সাবালেঙ্কা কোনো লড়াইও করতে পারেনি। শনিবার একপেশে ফাইনালে সহজেই ৬-২ ও ৬-৩ গেমে জিতেন বিশ্বের এক নম্বর তারকা শিয়াওতেক। চার বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ইতালিয়ান ওপেন জিতেছেন জিতেছেন পোলিশ, তারকা। সব মিলিয়ে ক্যরিয়ারে এটা ২১নম্বর শিরোপা। ২৬ মে শুরু হচ্ছে ক্লে কোর্টের গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। বর্তমান চ্যাম্পিয়ন ছন্দে থেকেই প্যারিস ক্লে কোর্টে নামছেন।  

সর্বশেষ খবর