সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

পর্দা নামল ডিআরএমসি গেমসের

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তৃতীয় ডিআরএমসি-বসুন্ধরা কিংস ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস সিমুলেকরা-২০২৪ গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। 

চার দিনব্যাপী এ আয়োজনে ঢাকা মহানগরীসহ দেশের ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্রিকেট, ফুটবল, ফুটসাল, বাস্কেটবল, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, ক্যারম, বক্সিং, অলিম্পিয়াড, টিম কুইজ, গেমিং ফিফা ও ফ্রি স্টাইল বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সিমুলেকরার আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন, ডিআরএমসি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের মডারেটর প্রভাষক মো. নাছিরুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। খেলোয়াড় সুলভ মনোভাব রেখে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য এই সিমুলেকরার আয়োজন।

 

সর্বশেষ খবর