শিরোনাম
সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

টানা চতুর্থ শিরোপা ম্যানসিটির

ক্রীড়া প্রতিবেদক

টানা চতুর্থ শিরোপা ম্যানসিটির

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানচেস্টার সিটি প্রথম ক্লাব হিসেবে টানা চার মৌসুমের শিরোপা জিতেছে। রেকর্ড গড়া শিরোপা জিততে ম্যানসিটি গত রাতে ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেডকে। দলটির পক্ষে গোল করেছেন পিটার ফোডেন দুটি ও রদ্রি একটি এবং ওয়েস্টহামের পক্ষে একমাত্র গোলটি করেন কুদুস। ফোডেনের গোল ১৯টি। আর্লিং হলান্ড ৩১ ম্যাচে ২৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। শিরোপা প্রত্যাশী আর্সেনালও হারিয়েছে এভারটনকে। আর্সেনালের জয়ে শিরোপা উৎসবে কোনো বাধা হয়নি ম্যানসিটির। কোচ পেপ গার্ডিওলা আট বছর ধরে কোচিং করাচ্ছেন ম্যান সিটিকে। তার কোচিংয়ে ষষ্ঠবার শিরোপা জিতেছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১৩ বার শিরোপা জিতেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এ জয়ে ম্যানসিটির পয়েন্ট ৩৮ ম্যাচে ৯১, আর্সেনালের পয়েন্ট সমান ম্যাচে ৮৯, লিভারপুল ৩৮ ম্যাচে ৮২।

সর্বশেষ খবর