বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

লেভারকুজেন-আটলান্টা মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

লেভারকুজেন-আটলান্টা মুখোমুখি

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন ও ইতালিয়ান ক্লাব আটলান্টা। আয়ারল্যান্ডের আভিভা স্টেডিয়ামে আজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়। এক সময় ইউরোপা লিগে (উয়েফা কাপ) ইতালিয়ান ক্লাবগুলোর বেশ দাপট ছিল। আশি ও নব্বইয়ের দশকে বেশিরভাগ ফাইনালেই থাকত ইতালিয়ানরা। তবে গত দুই দশকে স্প্যানিশদের দাপট ছিল। ভ্যালেন্সিয়া, সেভিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের দাপটে অন্যরা খুব একটা চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ফাইনালে স্প্যানিশ কোনো ক্লাব নেই। কে জিতবে? ইতালিয়ান ক্লাব আটলান্টা নাকি জার্মান ক্লাব লেভারকুজেন? ১৯৯৮-৯৯ মৌসুমে শেষ কোনো ইতালিয়ান ক্লাব এ টুর্নামেন্ট জয় করেছে। পারমা ফাইনালে হারিয়েছিল ফ্রান্সের মার্সেইকে। জার্মানদের জয় আরও আগে। ১৯৯৬-৯৭ মৌসুমে শালকে দুই লেগের লড়াইয়ে হারিয়েছিল ইন্টার মিলানকে।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটলান্টার বিপক্ষে আগে কখনো সুবিধা করতে পারেনি লেভারকুজেন। ২০২১-২২ মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে হেরেছিল তারা। এবার কি পারবে সেই হারের প্রতিশোধ নিতে! লেভারকুজেনের সামনে অবশ্য প্রতিশোধের চেয়েও বড় কিছু অপেক্ষা করছে। চেলসি (২০১৮-১৯), ভিয়ারিয়াল (২০২০-২১) এবং ফ্র্যাঙ্কফুর্টের (২০২১-২২) পর চতুর্থ দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে লেভারকুজেন। তা ছাড়া চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত হয়নি তারা। মৌসুমজুড়ে অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়তে পারে লেভারকুজেন। ইউরোপা লিগ জিতলে এরপর থাকবে কেবল জার্মান কাপ ফাইনাল। সেই কাপ জিতলেই ট্রেবল জয় করা হবে জাভি আলোনসোর দলের। জার্মান বুন্দেলিগা জয় করেই লেভারকুজেন কোচ বলেছিলেন, এখানেই শেষ নয়। ট্রেবল জয় করতে হবে। সেপথেই ছুটছে দলটা। মৌসুমজুড়ে অপরাজিত থাকার লক্ষ্যেও লড়াই করছে লেভারকুজেন। দারুণ ম্যাজিক দেখিয়ে দলটি একের পর এক রেকর্ড গড়েই চলেছে।

সর্বশেষ খবর