বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা
বঙ্গবন্ধু কাপ কাবাডি

হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা চ্যালেঞ্জের মুখে

ক্রীড়া প্রতিবেদক

২৬ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। এ নিয়ে চতুর্থ বারের মতো মাঠে গড়াচ্ছে জনপ্রিয় আসরটি। দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য না পেলেও ঘরে বঙ্গবন্ধু কাপে শুরু থেকেই ফেবারিট বাংলাদেশ। আগের তিন আসরের সবকটিতে শিরোপা জিতেছে স্বাগতিকরা। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় খেলা কাবাডির সুনাম বৃদ্ধি করেছেন খেলোয়াড়রা। দলগত খেলায় শুধু কাবাডিতেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ টানা চ্যাম্পিয়ন হয়েছে। অন্য খেলায় বড্ড মøান। এমন সাফল্যের পরও এবারে বাংলাদেশ কী করবে সেটাই প্রশ্ন।

কাবাডির বিশ্বসেরা দুই দেশ ভারত ও ইরান বঙ্গবন্ধু কাপে অংশ নিচ্ছে না। তবে এবারই প্রথম বিশ্বকাপে সেমিতে খেলা দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান অংশ নেবে। নিঃসন্দেহে দেশ দুটি বাংলাদেশের চেয়ে শক্তিশালী কোনো সংশয় নেই। এরা থাকা অবস্থায় চ্যাম্পিয়নের ট্রফি দেশে রাখা কি সম্ভব? তিন আসরে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব ছিলেন বিদেশি কোচরা। এবার দেশের কাবাডির পরিচিত মুখ আবদুল জলিল কোচের দায়িত্ব পেয়েছেন।

তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেন এবং অধিনায়কের দায়িত্বও পালন করেন। কোচও হন। এবার জলিলের ওপর আস্থা রেখেছেন ফেডারেশনের কর্মকর্তারা। বলা যায়, হুট করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও জাপান আসায় বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। তারপরও আশা করি আমরা ভালো করব।’

সর্বশেষ খবর