বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

এ অনুভূতি একেবারেই আলাদা

মিডিয়ার মুখোমুখি ইমরুল

ক্রীড়া প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

এ অনুভূতি একেবারেই আলাদা

২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেক থেকে একের পর এক শিরোপা জিতেই চলেছে বসুন্ধরা কিংস। রেকর্ড যেন পিছু ছাড়ছে না তাদের। রেকর্ড শুধু দলই গড়ছে না। এ তালিকায় স্থান পেয়েছেন ইমরুল হাসান। পাইওনিয়ার লিগ থেকেই ফুটবলে কিংসের যাত্রা। সেই থেকে ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল ফাইনালের আগে কিংস লিগে টানা পাঁচ বার চ্যাম্পিয়ন, স্বাধীনতা কাপে তিন ও ফেডারেশন কাপে দুবার শিরোপার ট্রফি ঘরে তোলে। তবু মন ভরছিল না ইমরুলের। গতকাল এক মৌসুমে তিন ট্রফি জেতার পর কিংসের সভাপতি বলেন, ‘প্রতিটি শিরোপার গুরুত্ব আলাদা। বিশেষ করে লিগের সঙ্গে অন্য আসরের তুলনা হয় না। খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানায় অভিষেক থেকেই টানা পাঁচ শিরোপা উপহার দেওয়ায়। যা ৭৬ বছর ইতিহাসে    ঘরোয়া ফুটবলে কোনো ক্লাবের পক্ষে সম্ভব হয়নি।’

ইমরুল বলেন, ‘কিংস শুধু লিগ নয়, কয়েকবার ডাবল শিরোপা জিতেছে। তবে আমরা চাচ্ছিলাম মৌসুমে পরিপূর্ণতা পেতে। বেশ কয়েকবার সুযোগ পেয়েও এক মৌসুমে কিংস তিন ট্রফি জিততে পারেনি। এর মধ্যে আবার আমরা এক ফেডারেশন কাপে খেলেনি। কেন খেলেনি, খুশির দিনে এ নিয়ে আর কিছু বলতে চাই না। যে কোনো শিরোপা জেতাটা আনন্দের। তবে এক মৌসুমে সব ট্রফি জেতার অনুভূতিই আলাদা। খেলোয়াড়রা দলকে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা উপহার দেওয়ায় তাদের ওপর আস্থা ছিল। এবার কিংস ট্রেবল জিতবে। খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রম করে সেই আশা পূরণ করেছেন। কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানায় এমন পরিপূর্ণ মৌসুম উপহার দেওয়ার জন্য। যদি সামনের মৌসুমে আসরের সংখ্যা বাড়ে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে প্রতিটি ট্রফি জেতার।’ ফুটবলাররা এমন বিরল সাফল্য এনে দেওয়ার পর তাদের জন্য বিশেষ কোনো পুরস্কার থাকবে কি? এ ব্যাপারে ইমরুল হাসতে হাসতে বলেন, ‘মৌসুম এখনো শেষ হয়নি। লিগে আমাদের এখনো দুই ম্যাচ বাকি রয়েছে। তবে যারা ট্রেবল উপহার দিয়েছেন তাদের জন্য উপহার তো থাকবেই। মোহামেডানকেও অভিনন্দন জানায় রানার্সআপ হওয়ার জন্য। হারলেও তারা সমান তালে খেলেছে। সবচেয়ে ভালো লেগেছে গ্যালারি ভরপুর দর্শক দেখে।’

 

সর্বশেষ খবর