শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে আম্পায়ার সৈকত

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে আম্পায়ার সৈকত

ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন। টেস্ট ম্যাচেও আম্পায়ারিং করেছেন। শরফুদ্দৌলা ইবনে সৈকত আইসিসির এলিট শ্রেণিতে বাংলাদেশের একমাত্র আম্পায়ার। এবারের টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। ২০ ওভারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুই দেশের ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার সৈকত। ডালাসের ওই ম্যাচে সৈকতের সঙ্গী ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টেলিভিশন আম্পায়ার স্যাম নোগাজস্কি, রিজার্ভ আম্পায়ার ল্যাংটন রোজ এবং ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন। ৪৭ বছর বয়স্ক সৈকত এর আগে নারী ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন।

এবারের টি-২০ বিশ্বকাপে অন্য আম্পায়াররা হলেন- ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাহুদিন পালেকার, রিচার্ড ক্যাটলবরো, জয়রামন মদনাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রোজ, শাহ রুসরি, রশিদ রিয়াজ, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।

সর্বশেষ খবর