শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
মুর্শিদার ১৭৯ রান

নারী ক্রিকেটে মোহামেডানের রেকর্ড

মোহামেডানের রেকর্ড গড়া ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন দলটির মুর্শিদা খাতুন। ২৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার

ক্রীড়া প্রতিবেদক

নারী ক্রিকেটে মোহামেডানের রেকর্ড

এক ম্যাচে জোড়া সেঞ্চুরির রেকর্ড রয়েছে ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে। তিনশ রানের ইনিংসও রয়েছে কয়েকটি ম্যাচে। গতকাল বিকেএসপিতে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে মোহামেডান। মুর্শিদা খাতুন ও সোবহানা মুস্তারির জোড়া সেঞ্চুরিতে মোহামেডান গতকাল বিকেএসপি-২ নম্বর মাঠে ৫০ ওভারে ৩৯২ রান করে। আগের রেকর্ডটি ছিল বিকেএসপির। ২০২৩-২৪ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি। গতকাল মোহামেডান রেকর্ড গড়া স্কোর করে ২৫১ রানের দাপুটে জয় পায়। লিগের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ১০ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। মোহামেডানের রেকর্ড গড়া ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন দলটির মুর্শিদা খাতুন। ২৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। নারী ক্রিকেট লিগের আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিক ছিলেন মোহামেডানের ভারতের ওপেনার কাশ্মীরের জেসিয়া আক্তার। তার স্কোর ছিল ১৪২ রান। ক্লাবটির আরেক ক্রিকেটার সোবহানা মুস্তারি ১২৮ রান করেন ১০১ বলে ৬ চার ও ৭ ছক্কায়। দুজনে দ্বিতীয় উইকেট জুটিতে ১৯৩ বলে ২৫৭ রান যোগ করেন। শুরুতে মোহামেডানের ভারতীয় ওপেনার জেসিয়া দুরন্ত ব্যাটিংয়ে ৪১ বলে ৭৫ রান করেন ১১ চার ও ৪ ছক্কায়। জেসিয়া ৩ ম্যাচে রান করেছেন ২২৯। মোহামেডান ২৫১ রানে জয় পেতে গুলশান ইয়ুথকে অলআউট করে ১৪১ রানে। গুলশানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সানদিহা ইসলাম আশা। এ ছাড়া সুরাইয়া আজমিম করেন ২৯ রান। মোহামেডান ও রূপালী ব্যাংক ৩টি করে জয় পেয়েছে। মোহামেডানের পক্ষে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ফারিহা ইসলাম তৃষ্ণা, সালমা খাতুন ও সাবেকুন নাহার ২টি করে উইকেট নেন। মুক্তা রাবীন্দ্রার স্পিনে সিটি ক্লাবকে ১১৭ রানে গুটিয়ে দেয় রূপালী ব্যাংক। মুক্তা ৯.৪ ওভারে ১৬ রানের খরচে নেন ৪ উইকেট। লেগ স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ১২ রানের খরচে নেন ২ উইকেট। রূপালীর ওপেনার ইশা ৬৭ রান করেন ৫৪ বলে। এ ছাড়া ফারজানা ৪৫ বলে ৫১ রান করেন।

সর্বশেষ খবর